রূপালী বাংলাদেশের যুগ্ম সম্পাদক মাইনুল হক ভূঁইয়ার একমাত্র ছেলে মাজহারুল হক ভূঁইয়া সজীবের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ সোমবার। ২০২২ সালের এই দিনে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ইন্তেকাল করেন। তাকে রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
মাজহারুল হক ভূঁইয়া সজীবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত, কোরআনখানি, কাঙালি ভোজ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মরহুমের আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে সবার দোয়া চাওয়া হয়েছে।