সফরকারী নেদারল্যান্ডসের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ। গতকাল বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারল নেদারল্যান্ডস। নাসুম, তাসকিন ও মোস্তাফিজদের বিধ্বংসী বোলিংয়ের সামনে ১৭.৩ ওভারে মাত্র ১০৩ রানে অলআউট হয় ডাচরা। জবাবে ৪১ বল বাকি থাকতে এক উইকেট হারিয়ে জয় তুলে নেয় স্বাগতিকরা। এ জয়ে এক ম্যাচে হাতে রেখেই সিরিজ জিতলেন লিটন দাসরা। তিন ম্যাচে সিরিজের এখন বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে। আগামীকাল ৩ সেপ্টেম্বর একই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর আগে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের কাছে ৮ উইকেটে হেরেছিল সফরকারীরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১০৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে বেশি বেগ পেতে হয়নি বাংলাদেশকে। দুই তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ৪০ রান তুলে দলকে জয়ের দিকে নিয়ে যান তারা। ২১ বলে ২৩ রান করে আউট হন ইমন। এরপর ৬৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন অধিনায়ক লিটন ও তামিম। ৪০ বলে ৪টি চার ও ২টি ছক্কায় তামিম অপরাজিত ৫৪ রানের ইনিংস খেলেন। ১৮ বলে ১৮ রান করেন লিটন।
এর আগে দুটি পরিবর্তন নিয়ে দ্বিতীয় ম্যাচে খেলতে নামে বাংলাদেশ। প্রথম ম্যাচে খেলা রিশাদ হোসেন ও শরিফুল ইসলামকে বাদ দিয়ে একাদশে নেওয়া হয় নাসুম আহমেদ ও তানজিম হাসান সাকিবকে। গত জুলাইয়ে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে খেলতে নেমেছিলেন নাসুম। একাদশে ফিরেই জ¦লে উঠলেন এই বোলিং অলরাউন্ডার। নেদারল্যান্ডসের ব্যাটিং ধসিয়ে দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন নাসুম। দলের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন বাঁহাতি এই স্পিন অলরাউন্ডার। নেদারল্যান্ডসের টপ অর্ডারের দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি। এজন্য ৪ ওভারে ২১ রান দেন। অন্যদিকে প্রথম ম্যাচে ৪ উইকেট শিকার করা তাসকিন আহমেদও ছন্দ ধরে রাখেন। ২২ রানে ২ উইকেট পান এই অভিজ্ঞ পেসার। এছাড়া মোস্তাফিজও ২ উইকেট শিকার করেন। মূলত এই তিনজনের বোলিং তোপে উইকেটে যাওয়া-আসার মিছিল করেছে সফরকারীরা। ৬৫ রানে ৭ উইকেট হারিয়ে বিপাকে পড়ে নেদারল্যান্ডস। এরপর আর দাঁড়াতে পারেনি তারা। তাদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন আরিয়ান দত্ত। ২৪ রান করেন বিক্রমজিত সিং। ১২ রান করেন শাহরিজ আহমেদ। এই তিনজন ছাড়া অপর ৮ ডাচ ব্যাটসম্যানই ব্যক্তিগত রান দুই অংকের ঘরে নিয়ে যেতে পারেননি। বাংলাদেশের একাদশে সুযোগ পাওয়া তানজিম সাকিব ১৬ রানে এক উইকেট পান। মেহেদী হাসানও উইকেট পেয়েছেন।
এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে যে আগ্রাসী ক্রিকেট খেলতে দেখা গেল- তাতে তাদের ঘিরে প্রত্যাশা বাড়ছে। এশিয়া কাপ খেলতে যাওয়ার আগে ডাচদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচেও দাপুটে খেলা অব্যাহত রাখবেন লিটনরাÑ এটাই প্রত্যাশা করা হচ্ছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন