পাকিস্তানের ভয়াবহ বন্যা পরিস্থিতি মোকাবিলার মধ্যেই এক বিতর্কিত মন্তব্য করে বসেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি বলেছেন, নিম্নাঞ্চলের মানুষ যেন বন্যার পানি পাত্রে সংরক্ষণ করে রাখেন। এমনকি তিনি বন্যার পানিকে ‘আশীর্বাদ’ হিসেবেও অভিহিত করেছেন। সংবাদমাধ্যম ফাস্টপোস্টের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে আসিফ বলেন, ‘যারা বন্যা পরিস্থিতি নিয়ে অভিযোগ করছে, তারা এই পানি ঘরে নিয়ে যাক। টব আর ড্রামে পানি জমা করে রাখা উচিত। এটিকে আশীর্বাদ হিসেবে দেখলে আমাদের কাজে লাগবে।’
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুধু পাঞ্জাব প্রদেশেই রেকর্ডভাঙা এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। জুনের শেষ থেকে আগস্টের শেষ পর্যন্ত অন্তত ৮৫৪ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও ১ হাজার ১০০ জন।
সতর্কবার্তায় বলা হয়েছে, চেনাব নদীর পানি মঙ্গলবার পাঞ্জাবের মুলতানে পৌঁছাবে এবং রাভি নদীর স্রোতের সঙ্গে মিশবে। ৫ সেপ্টেম্বর পাঞ্জনদ নদীর পানির স্তর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ইতোমধ্যেই সুতলজ নদীর পানি সুলেইমানকি ও হেড ইসলামসহ গুরুত্বপূর্ণ ব্যারেজগুলোর দিকে এগোচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দুই দিনের বৃষ্টিপাত ত্রাণ কার্যক্রমকে ব্যাহত করতে পারে এবং পানির স্তর আরও বাড়তে পারে।
জাতিসংঘ আশঙ্কা প্রকাশ করেছে, কৃষিজমি ও পাকা ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় পাকিস্তানে তীব্র খাদ্যসংকট দেখা দিতে পারে এবং মুদ্রাস্ফীতি আরও বেড়ে যেতে পারে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন