বুধবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০৫ পিএম

নবীগঞ্জে দিনারপুর কলেজে ডাকাতি, নৈশ প্রহরীকে মারধর

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ১১:০৫ পিএম

নবীগঞ্জ থানা। ছবি- রূপালী বাংলাদেশ

নবীগঞ্জ থানা। ছবি- রূপালী বাংলাদেশ

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দিনারপুর কলেজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নৈশ প্রহরীকে মারধর করে বেঁধে রেখে প্রায় এক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান ডাকাতরা।

সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,  সোমবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জন অজ্ঞাত ডাকাত কলেজের ভেতরে প্রবেশ করে নৈশ প্রহরী মো. লিটন মিয়াকে (৪২) এলোপাতাড়ি মারধর করে আহত করেন এবং দরজার পর্দা দিয়ে বেঁধে ফেলেন। পরে তারা কলেজের প্রশাসনিক ভবন, শিক্ষক মিলনায়তন, ছাত্রী মিলনায়তনসহ বিভিন্ন কক্ষের তালা ভেঙে লুটপাট চালান।

ডাকাতরা অফিস কক্ষ থেকে দুটি দোয়েল ল্যাপটপ, চার্জার, কি-বোর্ড, শিক্ষক মিলনায়তন থেকে দুটি সাউন্ড সিস্টেম, সিঁড়িঘর থেকে পানির মোটর, বেসিন ও পানির টেপসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। এসবের আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা বলে জানা গেছে। এ ছাড়া অধ্যক্ষের কক্ষের ড্রয়ার ভেঙে কাগজপত্র এলোমেলো করে রেখে যান তারা।

নৈশ প্রহরীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে আহত প্রহরীকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

দিনারপুর কলেজের অফিস সহকারী জয়দ্বীপ দত্ত নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Link copied!