রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম শহীদ খানসহ চারজনের জামিন নাকচ করে দিয়েছেন আদালত। গতকাল রোববার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আরিফুল ইসলাম। জামিন নামঞ্জুর হওয়া অপর আসামিরা হলেনÑ আমির হোসেন সুমন, আল আমিন ও শফিকুল ইসলাম দেলোয়ার।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত কৌঁসুলি মুহাম্মদ শামছুদ্দোহা সুমন বলেন, শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক জ্যেষ্ঠ সচিব আবু আলম শহীদ খানসহ চারজনের পক্ষে তাদের আইনজীবীরা পৃথকভাবে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করি। আদালত তাদের জামিন নামঞ্জুর করেছেন।
গত ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে এক আলোচনা সভায় ‘মব’ হামলার শিকার হন সাবেক মন্ত্রী, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ সিদ্দিকী কয়েকজন। সেখান থেকে লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় পুলিশ। পরে তাদের শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
পুলিশ বলছে, আবু আলম শহীদ খানও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং ‘সরকাবিরোধী ষড়যন্ত্রের’ সঙ্গে যুক্ত ছিলেন। তাকে গত ৭ সেপ্টেম্বর তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আবু আলম শহীদ খান ১৯৯৬ সালে সচিবালয়ে তৎকালীন বিএনপি সরকারবিরোধী ‘জনতার মঞ্চের’ অন্যতম সংগঠক ছিলেন। ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত তিনি শেখ হাসিনার উপ-প্রেসসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।