মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৮ পিএম

ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৬ দল 

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:১৮ পিএম

ইসির নিবন্ধন পাচ্ছে এনসিপিসহ ৬ দল 

নির্বাচন কমিশনের (ইসি) চূড়ান্ত নিবন্ধন পেতে পারে জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি রাজনৈতিক দল। ইসির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। যদিও সূত্র মতে নিবন্ধন পেতে যাওয়া চারটি দলের নাম জানা গেলেও দুটির জানা যায়নি। গতকাল সোমবার এসব দলের নিবন্ধন আবেদন অনুমোদনের জন্য সংশ্লিষ্ট শাখা থেকে নির্বাচন কমিশনের কাছে ফাইল পাঠানো হয়েছে। সূত্র জানায়, ইসি গতকাল সোমবার সকালে এ ব্যাপারে আলোচনা করেছে এবং সিদ্ধান্তও নিয়েছে।

এ বিষয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, কমিশনের কাছে নথি পাঠানো হয়েছে। কমিশন সিদ্ধান্ত চূড়ান্ত করে আমাদের জানাবে। তারপর গণমাধ্যমে বিষয়টি জানানো হবে। একজন নির্বাচন কমিশনার নাম প্রকাশ না করে বলেন, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সচিবালয় থেকে জানানো হবে। আদালতের মাধ্যমে একটি আর বোধ হয় অন্য পাঁচটি দল ইসির নিবন্ধন পাবে। এর বাইরে কয়েকটি দলের ব্যাপারে পুনঃ তদন্ত করা হবে।

গত ২ সেপ্টেম্বর বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ রায় দেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টিকে ৩০ দিনের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন আদালত। সূত্র জানায়, ২২টি দলের বিষয়ে মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে চূড়ান্তভাবে নিবন্ধন দিতে নথি চূড়ান্ত করা হয়েছে। সংশ্লিষ্ট শাখার কার্যক্রম শেষ হয়েছে গত রোববার।

ওই সূত্র আরও জানায়, ছয়টি দলের নিবন্ধনের জন্য কমিশনের কাছে ফাইল পাঠানো হয়েছে। এ ছাড়া ছয়টি দলের আবেদন বাতিল করা হয়েছে। আর বাকি ১০টি দলের বিষয়ে পুনঃ তদন্ত করা হবে। এ ১০টি দলের মধ্যে ৯টির মাঠ পর্যায়ে পুনঃ তদন্ত এবং একটি দলের পুনঃ তদন্তের দায়িত্ব দেওয়া হতে পারে নির্বাচন কমিশনের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে।

এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব আলী নেওয়াজ গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর দুটি দল ছাড়া ২০টি দলের শুনানি করেন। অন্যান্যবারের মতো এবারও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদন আহ্বান করে ইসি। এতে ১৪৩টি নতুন রাজনৈতিক দল নিবন্ধন চেয়ে আবেদন করেছিল। প্রথম দফায় কোনো দলই শর্ত পূরণ না করায় সবাইকেই সময় দিয়ে ঘাটতি পূরণ করতে বলেছিল ইসি। তবে জাতীয় নাগরিক পার্টিসহ ৮৪টি দল সাড়া দিলেও অন্যরা সাড়া দেয়নি। ৮৪টি দলের মধ্যে আবার ৬২টি দল ঘাটতি পূরণ করতে তথ্য জমা দিয়েও শর্ত পূরণ করতে পারেনি। তাই বর্তমানে জাতীয় নাগরিক পার্টিসহ ২২টি দলের মাঠ পর্যায়ে তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে শুনানি করে ইসি।

নিবন্ধন প্রক্রিয়ায় দলগুলোর আবেদন পাওয়ার পর কমিশন প্রথমে এগুলো প্রাথমিক বাছাই করে। এরপর প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ দলগুলোর তথ্যাবলি সরেজমিন তদন্ত শেষে বাছাই সম্পন্ন করা হয়। পরবর্তী সময়ে মনোনীত দলগুলোর বিরুদ্ধে কারো কোনো অভিযোগ থাকলে দাবি-আপত্তি চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে কোনো আপত্তি এলে শুনানি করে তা নিষ্পত্তি করে কমিশন। আর কোনো আপত্তি না থাকলে সংশ্লিষ্ট দলগুলোকে নিবন্ধন সনদ প্রদান করে সংস্থাটি। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।

বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি (আওয়ামী লীগসহ)। এবার আরও ছয়টি দল নিবন্ধন পেলে ইসির নিবন্ধিত মোট দলের সংখ্যা দাঁড়াবে ৫৭টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু করে ইসি।

রূপালী বাংলাদেশ

Link copied!