ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বললেন সিইসি

বাংলাদেশে কাজ  করা খুব কঠিন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:১৫ পিএম

রাজনৈতিক পট পরিবর্তনের পর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে, তা নিয়ে নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। 

তিনি বলেছেন, বাংলাদেশে কাজ করা খুবই ডিফিকাল্ট। পার্টিকুলারলি, যেই অবস্থার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, তাতে কাজ আদায় করে নেওয়া, কিছু কিছু পক্ষের লোকের জন্য খুব সুবিধা। আর বেশির ভাগ পক্ষের লোকের জন্য ডিফিকাল্ট। এই পরিস্থিতিটা আমাদের এখন, এই অবস্থায় আমরা দাঁড়িয়ে আছি। এই নির্বাচনটা একটা বিশেষ পরিস্থিতিতে অনুষ্ঠিত হচ্ছে। সুতরাং আমাদেরকে বিশেষভাবেই এটা মোকাবিলা করতে হবে, বিশেষভাবেই এটা ফেইস করতে হবে।
গতকাল শনিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটরিয়ামে নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫-এ এসব কথা বলেন সিইসি। নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ করার জন্য সারা দেশ থেকে আসা কর্মকর্তাদের শপথ করান প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। 

তিনি বলেন, আমরা অবশ্যই নির্দেশনা দেব, কিন্তু কোনো বেআইনি নির্দেশনা কখনো দেওয়া হবে না। কাউকে ফেভার করার জন্য বা কারো পক্ষ হয়ে কোনো নির্দেশনা দেওয়া হবে না। আমাদের নির্দেশনা হবে আইন ও বিধি মোতাবেকÑ সঠিক কাজ সঠিকভাবে করার জন্য।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। বাংলাদেশে একটি সুষ্ঠু ও ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তিনি নিয়মিতভাবে বিশ্বনেতাদের আশ্বস্ত করছেন। নির্বাচন কমিশনের ওপর পূর্ণ আস্থা আছে বলেই তিনি এটা বলতে পারছেন। আমাদের অবশ্যই তাঁর এই আস্থা ও বিশ্বাস ধরে রাখতে হবে। অতীতে যা-ই হয়ে থাকুক, এখন আমাদের প্রমাণ করতে হবে, আমরা এটা পারি। এর ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই।

কোনো কর্মকর্তা নির্বাচনে কারো পক্ষ হয়ে কাজ করবেনÑ এটা আশা করেন না সিইসি। তিনি বলেন, আমি পরিবারের প্রধানের জায়গায় থেকে দায়িত্ববোধ নিয়ে কাজ করি। বাংলাদেশের মতো জায়গায় কাজ করা খুব কঠিন। আমরা অনেক দেখা-অদেখা বহু চ্যালেঞ্জ নিয়ে কাজ করছি। আমি পজিটিভ মানুষ। গ্লাসে আমি সবসময় অর্ধেক ভরা পানি দেখি। এ সময় নিরপেক্ষভাবে কাজ করার জন্য কর্মকর্তাদের হাত তুলে আল্লাহকে সাক্ষী রেখে শপথ করান সিইসি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা শপথ নিয়েছি, পাঁচজন শপথ নিয়েছি, অনুরাগ বিরাগের বশবর্তী না হইয়া কাজ করব। আইন অনুযায়ী আইন মেনে চলব। এই সমস্ত শপথ নিয়েছি। আপনারা কিন্তু ওয়াদা করেছিলেন যে নিরপেক্ষভাবে কাজ করবেন এবং প্রফেশনালি কাজ করবেন, আইন মেনে কাজ করবেন।’ 

ইসি কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, আপনারা কারো পক্ষে কাজ করবেন না। কোনো দলের পক্ষে কাজ করবেন না। একটা বিশেষ পরিস্থিতিতে নির্বাচন হচ্ছে। বিশেষভাবে, বিশেষ ব্যবস্থাপনার মাধ্যমেই কাজ করতে হবে। আমাদের শপথ রক্ষা হবে আপনাদের ভূমিকার ওপর।

তিনি বলেন, নিবিড়ভাবে খেয়াল করেন, দশ মাস ১০ দিনের এই কমিশন শক্ত সমর্থ মেরুদ- নিয়েই কাজ করছে। কাজেই এই কমিশনের মেরুদ- যদি শক্ত না হয়, কোন কমিশনের মেরুদ- কেমন হবে আমি জানি না। কমিশন কারো প্রতি অনুরাগ, বিরাগের বশবর্তী হয়ে করে নাই। করবে না। 

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, “জেন্ডারবান্ধব নির্বাচন করব। নারীদের আমরা গুরুত্ব দেব। কেননা ওই একদিনই কেবল নারীরা গুরুত্ব পায়। সমান অধিকার পায়।” নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, “সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচন করা ইসির ওপর আমানত। ইহকাল-পরকালে জবাবদিহিতা আছে। ভালো নির্বাচন করা ছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নাই। কারণ আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।

বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন। এ সময় চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব এবং ইসি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।