ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

বিএনপি-আ.লীগের হট্টগোল জাতিসংঘ দপ্তরের সামনে 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১১:১৮ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপি ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটেছে। গত শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ভাষণকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা সেখানে উপস্থিত হয়ে এই হট্টগোল করেন। 

জানা যায়, জাতিসংঘ সদর দপ্তরের সামনে তিনটি বড় রাস্তার দুপাশে বিএনপি ও আওয়ামী লীগ অবস্থান নেয়। তাদের দুই পক্ষের মাঝামাঝি জায়গায় ইসরায়েলবিরোধী মিছিল চলছিল। নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ এভাবে কর্মসূচির অনুমোদন দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুর ১২টার দিকে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি জি আই রাসেল ছবি দেওয়া ডাস্টবিন নিয়ে উপস্থিত হন। এ সময় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যরা তাকে মারধর করেন। পরে তিনি সেখান থেকে চলে যান। নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের সদস্যরা আওয়ামী লীগের ওই নেতাকে নিয়ে যান। এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি।

এর এক ঘণ্টা পরেই যুক্তরাষ্ট্র বিএনপির বিক্ষুব্ধ কয়েকজন নেতা-কর্মী বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে হেনস্তা করেন। বিক্ষুব্ধরা ‘ভুয়া ভুয়া’ বলে আনোয়ার হোসেনকে সেখান থেকে সরিয়ে দেন। পরে পুলিশ এসে বিএনপির নেতাকর্মীদের সরিয়ে দেয়।  

বেলা আড়াইটার দিকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসাইন। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া।