গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ঘোষিত আগামী ১৩ নভেম্বর ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘১৩ নভেম্বর ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি স্বাভাবিক থাকবে। কোনো ধরনের আশঙ্কা এখানে নেই।’ সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না মন্তব্য করে তিনি বলেন, ‘কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।’
‘আমরা তাদেরও রিকোয়েস্ট করব যারা জামিন দেয়, তারা যেন অন্তত অ্যাকচুয়াল সন্ত্রাসীদের জামিন না দেয়,’ যোগ করেন তিনি। বডিওর্ন ক্যামেরার ব্যাপারে আলোচনা হয়েছে, ক্রয় প্রক্রিয়া কাল-পরশুর ভেতরে হয়তো সম্পন্ন হবেÑ জানান তিনি।
আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলব, ভালোই সন্তোষজনক। সব বাহিনীই তাদের ট্রেনিং প্রায় শেষ পর্যায়ে নিয়ে এসেছে। হয়তো কিছু দিনের ভেতরে শেষ হয়ে যাবে। তারপর আমরা হয়তো দু-একটা ডেমনস্ট্রেশন দেব। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে জানিয়ে তিনি আরও বলেন, ‘এটা আরও বেগবান করা হবে। যেহেতু কিছু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে, এগুলো যেন খুব তাড়াতাড়ি আমরা উদ্ধার করতে পারি এ জন্য সব ধরনের চেষ্টা করা হচ্ছে।
মাদক নির্মূলে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাহাঙ্গীর বলেন, যদিও আরাকানের ওদিক থেকে ইয়াবা আসা একটু কমেছে, তারপরও আমি বলব অতটা আশাব্যঞ্জক না। গ্রামে-গঞ্জে এই জিনিসটা ছড়িয়ে পড়েছে। এটা কিন্তু আমাদের সবারই একটা দায়িত্ব, এই মাদকটাকে কীভাবে সমাজ থেকে দূর করা যায়। সম্প্রতি বিভিন্ন যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘রাস্তার পাশে তেল বিক্রি, কিছু দিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটিয়ে ফেলে।’
কেপিআই এলাকায় নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, ‘যেমন ট্রাইব্যুনাল, মেট্রোরেল, রেলওয়ে এলাকা’। গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সন্ত্রাসী যারা (জেল থেকে জামিনে) বের হয়ে যাচ্ছে, তারা অন্য ধরনের কোনো কর্মকা-ে জড়িত হলে তাদের আবার আইনের আওতায় নিয়ে আসার জন্য বলা হয়েছে।
হত্যাকা-, বাসে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা আছে কি নাÑ জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখানে কোনো ব্যর্থতা নাই। বড় ধরনের মিছিল কোথাও হচ্ছে না। তিনি আরও বলেন, ‘এগুলো যেন না করতে পারে, এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ সময় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতা করার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রকাশ্যে গুলির দুটি ঘটনার বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এই দুটি ঘটনা সন্ত্রাসী বাহিনীর মধ্যে হয়েছে। জড়িত ব্যক্তিদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত রক্ষাবাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে কোনো সন্ত্রাসী বাইরে থেকে দেশে ঢুকতে না পারে, জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন