AI Writer, OCR, Image Tool- একসঙ্গে সব এখন Free Document Maker -এ
একটি প্ল্যাটফর্মে একাধিক দরকারি টুল যুক্ত করার মাধ্যমে সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা সহজ হয়েছে ব্যবহারকারীদের জন্য।Free Document Maker গধশবৎ এমন একটি ওয়েব অ্যাপ যেখানে AI Writer, Image Converter, Image Resizer, WebP Generator, PDF Tool, QR Code Creator- সবকিছুই একসঙ্গে পাওয়া যাচ্ছে।
প্রযুক্তিগত দিক দিয়ে প্ল্যাটফর্মটি রিয়েল-টাইম প্রসেসিং এবং ক্লাউড বেইজড ফিচারের কারণে দ্রুত কাজ করে। এ ছাড়া এটি ব্যবহারকারীর যেকোনো ডিভাইসে সহজে ব্যবহারযোগ্য- কম্পিউটার বা স্মার্টফোন উভয় ক্ষেত্রেই।
প্ল্যাটফর্মটিতে নতুনভাবে যুক্ত হচ্ছে OCR(ছবির লেখা থেকে লেখা বের করার টুল), এবং আরও কিছু এআই-ভিত্তিক ডকুমেন্ট প্রসেসর।
আপনার মতামত লিখুন :