ঢাকা শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫

আইক্লাউডে ফাইল রিকভারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০১:৩২ এএম

আইক্লাউড থেকে কোনো ডেটা ভুল করে মুছে গেলে আগে ফাইলের ধরন হিসাবে আলাদা আলাদা পেজে গিয়ে সেটি পুনরুদ্ধার করতে হতো। এখন আর সে ঝামেলা নেই। ব্যবহারকারী চাইলে সরাসরি আইক্লাউডের ডেটা রিকভারি পেজে গিয়ে এক জায়গা থেকেই প্রয়োজনীয় ফাইল পুনরুদ্ধার করতে পারবেন।
পেজটি থেকে আইক্লাউড ড্রাইভ, ক্যালেন্ডার, কনটাক্টস থেকে মুছে যাওয়া ফাইল ফেরত আনা যায়। এমনকি মুছে যাওয়া সাফারি বুকমার্কসও এখানে পাওয়া যাবে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তি সাইট ‘লাইফ হ্যাকার’।

কীভাবে ব্যবহার করবেন আইক্লাউড ডেটা রিকভারি পেজ?

অনেক ব্যবহারকারী তাদের আইক্লাউড অ্যাকাউন্ট অ্যাপল সার্ভিসের সঙ্গে যুক্ত করলেও নিয়মিত ওয়েবসাইটে লগইন করেন না। সাধারণত আইফোনের সেটিং থেকে আইক্লাউড সংক্রান্ত তথ্য দেখা হয় কিন্তু সেখানেই সব ফিচার পাওয়া যায় না। এজন্য অনেকেই ডেটা রিকভারি পেজ পান না। অথচ এটি বেশ সুন্দরভাবে সাজানো এবং প্রয়োজনীয় সব তথ্যকে আলাদা আলাদা কার্ড আকারে দেখায়। অ্যাপলের এই নতুন ফিচারে ওয়েবসাইটে লগইন করার পর চারটি আলাদা কার্ড দেখা যাবে- রিস্টোর ফাইলস, রিস্টোর বুকমার্ক, রিস্টোর কনটাক্ট এবং রিস্টোর ক্যালেন্ডার।

যে কোনো কার্ডে ক্লিক করলে বিস্তারিত তথ্য দেখা যাবে। উদাহরণ হিসেবে, রিস্টোর ফাইলস কার্ডে গত ৩০ দিনের মধ্যে ফাইল অ্যাপ থেকে ডিলিট হওয়া ডকুমেন্টগুলো দেখাবে।

তবে শর্ত হলো এগুলো অবশ্যই আইক্লাউড ড্রাইভে সিংকড থাকতে হবে। ডিভাইসে লোকালি সংরক্ষিত ফাইল পুনরুদ্ধার করা যাবে না। ব্যবহারকারী চাইলে ‘রিস্টোর ফাইলস’-এ ক্লিক করে ফাইল পুনরুদ্ধার করতে পারবেন অথবা স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন। প্রয়োজনে একেকটি ফাইল আলাদা করে রেখে বাকিগুলো মুছে ফেলার সুযোগও থাকবে।

একইভাবে অন্য কার্ডগুলোতেও গত ৩০ দিনের মধ্যে ডিলিট হওয়া বুকমার্কস, ক্যালেন্ডার বা কনটাক্টস দেখা যাবে এবং ব্যবহারকারী চাইলে সেগুলো ফেরত আনতে বা স্থায়ীভাবে মুছে ফেলতে পারবেন।

তবে কনটাক্টস কিছুটা ভিন্নভাবে কাজ করে। এখানে পুনরুদ্ধারের জন্য গত ৩০ দিনের একটি কনটাক্ট আর্কাইভ নির্বাচন করতে হবে। একবার আর্কাইভ সিলেক্ট করলে বর্তমান কনটাক্ট লিস্ট সেই আর্কাইভের সঙ্গে মিলে যাবে। অর্থাৎ, ওই আর্কাইভের পর যেসব কনটাক্ট যোগ করা হয়েছিল সেগুলো মুছে যাবে, তবে নতুন একটি ব্যাকআপ আর্কাইভ হিসেবে সংরক্ষিত থাকবে। কিন্তু এক্ষেত্রে আলাদাভাবে এক বা দুইটি নির্দিষ্ট কনটাক্ট পুনরুদ্ধার করা যাবে না।

আইক্লাউডে মুছে যাওয়া ছবি পুনরুদ্ধার

আইক্লাউড ডেটা রিকভারি পেজে ছবি পুনরুদ্ধারের ব্যবস্থা নেই। ছবি ফেরত আনতে হলে ভিন্ন একটি ওয়েবপেজে যেতে হবে। এজন্য ব্যবহারকারীকে আইক্লাউড ডটকমে গিয়ে ফটোজ-এ ক্লিক করতে হবে, তারপর বাম পাশে থাকা ‘রিসেন্টলি ডিলিটেড’ অ্যালবাম সিলেক্ট করতে হবে।

চাইলে সরাসরি লিংকেও যেতে পারেন অথবা আইফোন বা আইপ্যাডের ফটোস অ্যাপ খুলে ‘ইউটিলিটিজ’ সেকশন থেকে রিসেন্টলি ডিলটেড এ প্রবেশ করলেও একই সুবিধা পাওয়া যাবে। এখান থেকেই আইক্লাউডে সংরক্ষিত মুছে যাওয়া ছবিগুলো পুনরুদ্ধার করা যাবে।