২০০৭ সালে প্রথম আইফোন উন্মোচন করে অ্যাপল। এরপর থেকে ধীরে ধীরে আনা হয়েছে নানা পরিবর্তন। তবে এবারের পরিবর্তনকে সবচেয়ে বড় অগ্রগতি হিসেবে দাবি করেছেন অ্যাপল প্রধান টিম কুক। অ্যাপল ভক্তদের আগ্রহ তৈরি হয়েছিল আগেই। সে আগ্রহ ও উচ্ছ্বাসের মধ্যেই ৯ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করল আইফোন ১৭ সিরিজ। ক্যালিফোর্নিয়ার কাপের্তিনোয় অ্যাপল পার্কে অ্যাপলের আইফোন সেভেনটিন সিরিজের চারটি স্মার্টফোন উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও টিম কুক। বাজারে আনা হয়েছে আইফোন ১৭, আইফোন ১৭ প্রো, আইফোন ১৭ প্রো ম্যাক্স ও আইফোন এয়ার। বহুল প্রতীক্ষিত এই ফোনগুলোতে কী কী পরিবর্তন এলো জেনে নেই চলুন-
আইফোন ১৭
বড় ডিসপ্লে, উন্নত ক্যামেরা ও নতুন চিপসেটের সমন্বয়ে তৈরি করা হয়েছে আইফোন ১৭। এতে রয়েছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেট ১২০ হার্জ প্রোমোশন এবং রেজ্যুলেশন ২৬২২ বাই ১২০৬ পিক্সেল। এই ফোনে ব্যবহার করা হয়েছে শক্তিশালী এ১৯ চিপসেট, যা পারফরম্যান্স এবং কার্যক্ষমতায় বেশ উন্নত।
ক্যামেরায় রয়েছে দ্বিগুণ অপটিক্যাল জুম সুবিধাসহ টেলিফটো লেন্স। এ ছাড়া ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং ডুয়াল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজ ক্যামেরা, যা ভিডিও কল এবং সেলফিতে ভালো মানের ছবি তুলতে সাহায্য করবে।
আইফোন ১৭ ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৬ এবং থ্রেড প্রোটোকল সমর্থন করে, যা অ্যাপল-এর নতুন এন১ চিপের মাধ্যমে আরও দ্রুত এবং নির্ভরযোগ্য সংযোগ নিশ্চিত করে। এই নতুন ফোনটি ৫টি রঙে পাওয়া যাবে: ব্ল্যাক, হোয়াইট, মিস্ট ব্লু, সেজ, এবং ল্যাভেন্ডার।
আইফোন ১৭ এয়ার
‘আইফোন এয়ার’ এখন পর্যন্ত অ্যাপলের তৈরি সবচেয়ে হালকা ও পাতলা স্মার্টফোন। অ্যাপলের প্রধান নির্বাহী (সিইও) টিম কুক বলেন, ‘আইফোনের জন্য এটিই সবচেয়ে বড় অগ্রগতি।’
টাইটানিয়াম ফ্রেমের এই আল্ট্রা-পাতলা ফোনটির পুরুত্ব মাত্র ৫.৬ মিমি এবং ওজন ১৬৫ গ্রাম। এতে রয়েছে ৬.৫ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজোলিউশন ২৭৩৬ বাই ১২৬০ পিক্সেল এবং নতুন ১২০ হার্জ প্রোম রিফ্রেশ রেট। এটিকে সূর্যের আলোতেও স্পষ্ট দেখা যাবে। ফোনটির পেছনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের ফিউশন মেইন ক্যামেরা এবং সামনে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজে ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফিতে বেশ কার্যকর।
রঙে রয়েছে বৈচিত্র্য: আইফোন এয়ার পাওয়া যাবে লাইট গোল্ড, স্কাই ব্লু, ক্লাউড হোয়াইট এবং স্পেস ব্ল্যাক রঙের। এই ফোনটি ডিজাইন, প্রযুক্তি ও পারফরম্যান্সের দিক থেকে একটি নতুন ধারা তৈরি করতে পারে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা।
আইফোন ১৭ প্রো
আইফোন ১৭ প্রো নতুন ডিজাইন ও শক্তিশালী হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি। ফোনটিতে রয়েছে ৬.৩ ইঞ্চির সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১২০৬ বাই ২৬২২ পিক্সেল এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ৩০০০ নিটস। এতে যুক্ত করা হয়েছে অ্যাপলের সর্বশেষ এ১৯ প্রো চিপ। ধারণা করা হচ্ছে এটি আগের তুলনায় আরও দ্রুত ও শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করবে।
ফোনটিতে রয়েছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম, যার মধ্যে রয়েছে মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো ক্যামেরা। টেলিফটো লেন্সটি ৮ গুণ অপটিক্যাল জুম সাপোর্ট করে, যা ছবি ও ভিডিওতে দুর্দান্ত ডিটেইল ধরে রাখে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য রয়েছে ১৮ মেগাপিক্সেলের সেন্টার স্টেজে ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারিতে রয়েছে ৪০ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। অ্যাপলের মতে, এই ডিভাইসটি টানা ৩৯ ঘণ্টা পর্যন্ত ভিডিও প্লেব্যাক করতে পারে।
আইফোন ১৭ প্রো পাওয়া যাবে তিনটি রঙে: ডিপ ব্লু, কসমিক অরেঞ্জ এবং সিলভার। যারা ক্যামেরা, ব্যাটারি ও আধুনিক প্রযুক্তির অভিজ্ঞতা একসঙ্গে পেতে চান, তাদের জন্য একটি প্রিমিয়াম চয়েস হতে পারে আইফোন ১৭ প্রো।
আইফোন ১৭ প্রো ম্যাক্স
ডিজাইন, শক্তিশালী ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য ইতোমধ্যে প্রযুক্তিপ্রেমীদের কাছে বেশ পছন্দনীয় আইফোন ১৭ প্রো ম্যাক্স । ফোনটিতে রয়েছে ৬.৯ ইঞ্চির এলটিপিও সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, যার রেজ্যুলেশন ১৩২০ বাই ২৮৬৮ পিক্সেল। ডিসপ্লেটি ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৩০০০ নিটস সর্বোচ্চ উজ্জ্বলতা সাপোর্ট করে, যা স্ক্রিনকে করে আরও প্রাণবন্ত ও স্মুথ।
ক্যামেরায় রয়েছে ট্রিপল ৪৮ মেগাপিক্সেল ফিউশন ক্যামেরা সিস্টেম। যাতে রয়েছে মেইন, আল্ট্রা-ওয়াইড এবং টেলিফটো লেন্স। টেলিফটো ক্যামেরাটি ৮ গুণ পর্যন্ত অপটিক্যাল জুম সাপোর্ট করে, যা পেশাদার মানের জুম ফটোগ্রাফি সম্ভব করে। সামনে রয়েছে ১৮ মেগাপিক্সেল সেন্টার স্টেজ ক্যামেরা, যা ভিডিও কল ও সেলফিতে স্বয়ংক্রিয়ভাবে ব্যবহারকারীকে ফোকাসে রাখে।
ফোনটিতে রয়েছে ৪৮৩২ এমএএইচ ব্যাটারি এবং ৪০ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। উচ্চতা ৪১.১ মিমি এবং দৈর্ঘ্য ৭১.০ মিমি। আইফোন ১৭ প্রো ম্যাক্স পাওয়া যাবে তিনটি রঙে: ডিপ ব্লু, কসমিক অরেঞ্জ এবং সিলভার।
আইফোন ১৭ সিরিজের দাম
আইফোন ১৭-এর দাম শুরু হয়েছে ৭৯৯ ডলার থেকে। আইফোন এয়ারের দাম শুরু হয়েছে ৯৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রো-এর দাম শুরু হয়েছে ১ হাজার ৯৯ ডলার থেকে। আইফোন ১৭ প্রো ম্যাক্সের দাম সর্বনি¤œ ১ হাজার ১৯৯ ডলার।