ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পুঁজিবাজারের উত্থানে বাড়ছে প্রত্যাশা

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ১২:২৩ এএম

অব্যাহত দরপতন থেকে বেরিয়ে আসছে পুঁজিবাজার। দেশের উভয় স্টক এক্সচেঞ্জে গত এক সপ্তাহে বেড়েছে লেনদেনের পরিমাণ। চলতি বছরের ৪ জুন ডিএসইতে সর্বনিম্ন ২২৪ কোটি টাকা লেনদেন হয়েছে।

সর্বনিম্ন লেনদেনের সেই রেকর্ড ভেঙে গত সপ্তাহজুড়ে উত্থানে রয়েছে। লেনদেন বাড়ায় সপ্তাহের ৫ দিনে মূলধন বেড়েছে অন্তত ২০ হাজার কোটি টাকা। দীর্ঘ বিলম্ব শেষে পুঁজিবাজারের এমন উত্থান আশার সঞ্জার ঘটিয়েছে বলে মনে করেন অনেক বিনিয়োগকারী। 

ডিএসইর ওয়েবসাইটে গতকাল শনিবার বাজার পরিসংখ্যানে দেখা গেছে, সপ্তাহের ৫ কর্মদিবসে পর্যায়ক্রমে লেনদেন বেড়েছে। সপ্তাহ শুরুর দিনে রোববার ডিএসইতে লেনদেন ছিল ৭৭৫ কোটি, সোমবার ৮৬০ কোটি, মঙ্গলবার ৭২২ কোটি, বুধবার ৯৮৬ এবং বৃহস্পতিবার ৯৫১ কোটি টাকা লেনদেন হয়। সপ্তাহের চার কর্মদিবস প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৫ হাজার ৩৯২ পয়েন্টে অবস্থান নিয়েছে।

একই সঙ্গে ডিএসইএস ও ডিএস৩০ বেড়েছে। 
শেয়ারবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। সপ্তাহজুড়ে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বাড়ছে লেনদেনের গতি। সেই সঙ্গে বেড়েছে মূল্যসূচক। গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকার ওপরে। আর প্রধান মূল্যসূচক বেড়েছে ৫ শতাংশের বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২০০-এর বেশি প্রতিষ্ঠান। দৈনিক গড় লেনদেন বেড়ে সাড়ে আটশ কোটি টাকা ছাড়িয়ে গেছে। সেই সঙ্গে সাত সপ্তাহের টানা উত্থানে ডিএসইর বাজার মূলধন ৬১ হাজার কোটি টাকা বেড়েছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২১৫টির স্থান হয়েছে দাম বাড়ার তালিকায়। বিপরীতে দাম কমেছে ৩৫টির। আর ১৪৪টির দাম অপরিবর্তিত রয়েছে। এতে সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৮ হাজার ৭ কোটি টাকা। যা আগের সপ্তাহের শেষ কার্যদিবসে ছিল ৬ লাখ ৮৭ হাজার ৪৯৮ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ২০ হাজার ৫০৯ কোটি টাকা বা ২ দশমিক ৯৮ শতাংশ।

সপ্তাহজুড়ে ডিএসইতে টাকার অঙ্কে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের শেয়ার। কোম্পানিটির শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৮৩ লাখ টাকা, যা মোট লেনদেনের ৩ দশমিক ১২ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৯ লাখ টাকা। প্রতিদিন গড়ে ২৩ কোটি ৯ লাখ টাকা লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

এ ছাড়া লেনদেনের শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্ট এবং লাফার্জহোলসিম বাংলাদেশ।