ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২৫, ০১:২১ এএম

বর্ষার সঙ্গে সঙ্গে বেড়েই চলেছে ডেঙ্গুর সংক্রমণ। বাড়ছে মৃত্যুও। গত ২৪ ঘণ্টায়ও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৭৩ জন মারা গেছেন। নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৩১। মোট সংক্রমণের সংখ্যা ছাড়িয়েছে ১৯ হাজার ১২০ জনে। ডেঙ্গুর এমন ঊর্ধ্বমুখি সংক্রমণ আতংক জাগাচ্ছে সব শ্রেণি-পেশার মানুষের মনে। 

গতকাল শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩২ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩০ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৩ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৮ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন রয়েছেন।           

২৪ ঘণ্টায় ২৭৫ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে এ যাবত মোট ১৭ হাজার ৬৯৩ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। 

এর আগে ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ এবং মোট মৃত্যুবরণ করেছেন ৫৭৫ জন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে ওই বছর হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

এই পরিস্থিতিতে এডিস মশার প্রজননস্থল ধ্বংসের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তারা বারবার করে বলছেন বাসাবাড়িতে যেন বৃষ্টির পানি জমে না থাকে সে বিষয়ে খেয়াল রাখতে। নির্মাণাধাীন ভবনের কোথাও জমানো পানি থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে। 

এ বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. তুষার মাহমুদ রূপালী বাংলাদেশকে বলেন, ‘দিন যত যাচ্ছে, ডেঙ্গুর সংক্রমণও তত বাড়ছে। আমাদের মনে রাখতে হবে স্থানীয় প্রশাসন দুর্বল। তাই নিজেদেরই সচেতন হতে হবে। নিজের বাড়িঘর মশামুক্ত রাখতে পারলেই এর একমাত্র সমাধান। ঘুমানোর সময় অবশ্যই মশারি টানাতে হবে। তিন দিনে এক দিন জমানো পানি ফেলে দিতে হবে’।