রবিবার, ০৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:৩৬ এএম

কক্সবাজারের রামু

লাইনে উঠে পড়া অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৫

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: আগস্ট ৩, ২০২৫, ০২:৩৬ এএম

লাইনে উঠে পড়া অটোরিকশায় ট্রেনের ধাক্কা, শিশুসহ নিহত ৫

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজিচালিত একটি অটোরিকশার শিশুসহ পাঁচ যাত্রী নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর পৌনে ২টার দিকে রামুর রশিদনগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় অটোরিকশার চালক হাবিব উল্লাহ (৫০), ভারুয়ালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছাদকপাড়ার রেণু আরা (৪৫) ও তার বোন আসমা আরা (১৩), রেণু আরার তিন বছর ও দেড় বছর বয়সি দুই ছেলে আশেক উল্লাহ ও আতা উল্লাহ নিহত হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধলিরছড়া রেলক্রসিংয়ে অবস্থান নিলে চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে।

রামু থানার ওসি তৈয়বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে কক্সবাজার শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রামুর রশিদনগর রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ ঘটে। ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি ছিটকে পড়ে। এ রেলক্রসিংয়ে অতীতেও একাধিক দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।
রশিদনগর ইউনিয়ন পরিষদের সদস্য বদি আলম বলেন, দুর্ঘটনার পর হতাহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে গুরুতর আহত অবস্থায় আরও দুইজন মারা যান।

রামু রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আব্দুল কাইয়ুম জানান, শনিবার দুপুর ১টার দিকে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি রামুর ধলিরছড়া এলাকার রেলক্রসিংয়ে পৌঁছলে অটোরিকশাটিকে ধাক্কা দেয়। ট্রেনটি অটোরিকশাটিকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং পরে হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়।

রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান বলেন, রেললাইনে উঠে যাওয়া অটোরিকশাটি ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খায়। এরপর চলন্ত ট্রেনটির ইঞ্জিনে আটকে যায়। ট্রেনটি অটোরিকশাকে টেনে নিয়ে যায় এক কিলোমিটার দূরে।

এই বিষয়ে জানতে চাইলে রেলওয়ে উপপ্রধান পরিচালন কর্মকর্তা তারেক মুহাম্মদ ইমরান বলেন, ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস প্রায় ৭০ কিলোমিটার গতিতে যাচ্ছিল। অনেক সময় সঙ্গে সঙ্গে ব্রেক চাপা যায় না। পরিস্থিতি ও গতি বিবেচনা করতে হয়। এতে অনেক সময় হিতে বিপরীত হওয়ার শঙ্কা থাকে। এ ক্ষেত্রে কী হয়েছে, তা তদন্ত করে জানা যাবে।

এদিকে এই দুর্ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনিসুর রহমান। তদন্ত কমিটির প্রধান হচ্ছেন সহকারী পরিবহন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। কমিটিকে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Shera Lather
Link copied!