ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

জুয়ার টাকা নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক খুন 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০২:৩১ এএম

বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চক সরতাজ সুলতানপুর পাড়ায় অনলাইনে জুয়ার টাকা লেনদেনের বিরোধকে কেন্দ্র করে মো. রাসেল (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। গত বুধবার রাতের এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ এক কিশোরকে আটক করেছে। নিহত রাসেল একই এলাকার মো. আবু বক্করের ছেলে।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত বুধবার মধ্যরাতে স্থানীয় এক কিশোর রাসেলকে ঘুম থেকে ডেকে বাড়ির সামনে নিয়ে যায়। সেখানে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কিশোরটি রাসেলের বুকে ছুরিকাঘাত করে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা রাসেলকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির জানান, ঘটনার পরপরই পুলিশ এক কিশোরকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, টাকা লেনদেন নিয়ে রাসেলের সঙ্গে তার বিরোধ ছিল এবং সেই বিরোধ থেকেই হত্যাকা- ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।