ঢাকা শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

ওসিকে ‘উলঙ্গ’ করার হুমকি পদ হারালেন বিএনপি নেতা

কক্সবাজার ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২৫, ০২:৩৩ এএম

কক্সবাজারের মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ‘উলঙ্গ’ করে বের করে দেওয়ার হুমকি দিয়ে পদ হারালেন পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেন। উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক শফিউল আলম শফির স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে থানার ওসিকে ঘিরে এমন ক্ষোভ উগরে দেন ওই নেতা।

বক্তব্যে আকতার হোসেন ওসিকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন, যা প্রকাশের অযোগ্য। তার অভিযোগ, ওসি রাজনৈতিকভাবে পক্ষপাত আচরণ করছেন এবং টাকার বিনিময়ে মামলা গ্রহণ করছেন।

গত বুধবার বেলা ৩টায় পৌরসভার দীঘিরপাড়ে আয়োজিত স্মরণসভায় আকতার হোসেন ওসিকে উদ্দেশ্য করে একের পর এক অভিযোগ তোলেন। বক্তব্যে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ওসি সাহেব, আপনার দোকান বন্ধ করেন। ন্যাংটা করে মহেশখালী থেকে বের করে দেওয়া হবে। ফাইজলামি অনেক শুনেছি, অভিযোগ অনেক পেয়েছি।’

আকতার হোসেনের দাবি, থানার ওসির চেম্বার এখন একধরনের ‘দোকানে’ পরিণত হয়েছে, যেখানে টাকা দিলে মামলা নেওয়া হয়। তিনি বলেন, ‘যে টাকা বেশি দেবে, মামলা তারটাই নেবে। আগামীকাল থেকে যদি আপনার বিরুদ্ধে একটা অভিযোগও আসে, মহেশখালী থেকে বের করে দেব।’

বিএনপির এই নেতার অভিযোগ, ওসি স্থানীয় আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহল ও প্রভাবশালী মহলের সঙ্গে মিলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

তিনি বলেন, ‘মহেশখালী থেকে বের করব। এটা ওয়াদা আমার। টাকার বিনিময়ে আওয়ামী দোসরদের সঙ্গে মিলে ষড়যন্ত্র করছেনÑ সব খবর আমার কানে আসে। আমি বেঁচে থাকতে এই মহেশখালীর মাটিতে আওয়ামী দোসরদের সঙ্গে তাল মিলিয়ে চলা যাবে না। আল্লাহর কসম করে বলছি, ন্যাংটা করে মহেশখালী ছাড়তে বাধ্য করব।’

তিনি আরও বলেন, ‘আশেক উল্লাহর (সাবেক এমপি) আত্মীয়স্বজন, শ^শুর-শাশুড়ির মানুষ আপনি। মনে করেছেন, দুবাইয়ের ভিসা পাবেন।’ এ সময় সভায় উপস্থিত বিএনপির অন্য নেতাকর্মীরাও ওসির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।

বিএনপি নেতার এমন বক্তব্যের বিষয়ে মহেশখালী থানার ওসি মনজুরুল হক বলেন, তিনি এখনো ওই বক্তব্যের ভিডিও দেখেননি ও শোনেননি। আকতার হোসেনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলাবাণিজ্য ও আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাওয়া হলে ওসি বলেন, ‘এসব সত্য নয়। তার পরও তারা কী কারণে বলছেন, তারাই ভালো বলতে পারবেন।’ ‘অকথ্য ভাষায়’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেবেন কি না, জানতে চাইলে ওসি মনজুরুল হক বলেন, ‘দেখি, এখনো চিন্তা করিনি।’

বক্তব্যের বিষয়ে জানতে মহেশখালী পৌর বিএনপির আহ্বায়ক আকতার হোসেনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এদিকে, মহেশখালী থানার ওসিকে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যকলাপের অভিযোগে আকতার হোসেনের সব পদ স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহেশখালী থানার ওসিকে অশোভন গালাগাল করে হুমকি এবং সংগঠনবিরোধী কার্যলাপের জন্য কক্সবাজার জেলা বিএনপির সদস্য ও মহেশখালী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আকতার হোসেনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তার প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। প্রসঙ্গত, ওসি মনজুরুল হক চলতি বছরের ২০ মে মহেশখালী থানায় যোগদান করেন।