চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে আহতদের তালিকা প্রকাশ ও উন্নত চিকিৎসাসহ সাত দফা দাবিতে ৫২ ঘণ্টা অনশন শেষে গতকাল শুক্রবার বিকেল ৪টায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতারের হাতে শরবত পান করে অনশন ভাঙেন ৯ শিক্ষার্থী। এর আগে গত বুধবার দুপুরে ৯ শিক্ষার্থী এই অনশনে বসেন। তাদের মধ্যে রয়েছেনÑ বাংলা বিভাগের শিক্ষার্থী ও গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সংগঠক ধ্রুব বড়ুয়া, পাহাড়ি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, ওমর সমুদ্র, সংগীত বিভাগের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর চবি শাখার সভাপতি জশদ জাকির, বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের সংগঠক ঈশা দে, স্পোর্টস সায়েন্স বিভাগের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর সাংগঠনিক সম্পাদক রাম্রা সাইন মারমা, ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আহমেদ মুগ্ধ, বিপ্লবী ছাত্রমৈত্রীর দপ্তর সম্পাদক নাঈম শাহজান, মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও নারী অঙ্গনের সংগঠক সুমাইয়া শিকদার।
উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, ‘শিক্ষার্থীদের কাজ মূলত পড়াশোনা করা। আমরা তাদের কল্যাণে সর্বোচ্চ কাজ করে যাচ্ছি। অনশনরত শিক্ষার্থীদের দেওয়া দাবিগুলো আমলে নেওয়া হয়েছে। এ বিষয়ে শিক্ষার্থীদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন