চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পেয়েছেন ২৭ হাজার ৬৩৮ জন। এর আগে প্রাথমিক ভোটার তালিকায় ভোটার ছিলেন ২৫ হাজার ৮৬৬ জন।
গতকাল রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করে চবি কর্তৃপক্ষ।
তপশিল অনুযায়ী, রোববার থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে এবং ২১ সেপ্টেম্বর প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক ড. এ কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, সর্বশেষ ভর্তি হওয়া যেসব শিক্ষার্থীর নাম খসড়া তালিকায় ছিল না, তাদের নাম নতুন করে যুক্ত হওয়ায় ভোটারের সংখ্যা বেড়েছে।
অধ্যাপক আরিফুল হক সিদ্দিকী আরও বলেন, একই সঙ্গে যেসব ভোটারের ব্যাপারে অসংগতি ছিল, ডিপার্টমেন্ট তাদের নাম বাদ দিয়ে নতুনদের নাম যুক্ত করে চূড়ান্ত তালিকা আমাদের কাছে পাঠিয়েছে, আমরা সেগুলো যোগ করে তালিকাটি প্রকাশ করেছি।