ঢাকা মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

স্ত্রী-পুত্রকে হত্যার পর  যুবকের আত্মহত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২৫, ১১:৪১ পিএম

নারায়ণগঞ্জে স্ত্রী ও শিশুপুত্রকে হত্যার পর হাবিবুল্লাহ শিপলু (৩৫) নামে এক যুবক আত্মহত্যা করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় শহরের ১নং বাবুরাইল বউবাজার এলাকার জনৈক পলাশের বিল্ডিংয়ের চতুর্থ তলা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অন্য দুইজন হলেনÑ শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মিম (২৪) ও তার ৪ বছরের ছেলে আফরান।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি নাছির উদ্দিন জানান, চতুর্থ তলায় ভাড়া বাসার দরজা ভেতর থেকে লক করা ছিল। পরে এলাকার লোকজন ও শিপলুর আত্মীয়-স্বজনদের উপস্থিতিতে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ওড়না প্যাঁচানো সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকা হাবিবুল্লাহ শিপলুর মরদেহ উদ্ধার করা হয়। এ সময় অন্য একটি রুম থেকে শিপলুর স্ত্রী মোহিনী আক্তার মীম এবং ছেলে আফরানের মুখের ওপর বালিশ চাপা অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিপলু নিজ স্ত্রী ও সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করে নিজে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। শিপলু ‘রমজান সমিতি’ নামে একটি সমিতির ম্যানেজার ছিলেন। সমিতিটি করোনাকালে বন্ধ হয়ে যায়। ওই গ্রাহকরা সমিতির কাছে টাকা পাওনা রয়েছে বলে জানা যায়।