ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

ফেসবুকে পোস্টে জানালেন শহীদুল আলম

আজ রেড জোনে পৌঁছতে  পারে জাহাজ কনশেনস

রূপালী ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:২৪ এএম

‘ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের অংশ হিসেবে গাজা অভিমুখে চলছে জাহাজ কনশেনস। জাহাজটি আজ বুধবার  ভোর নাগাদ ‘রেড জোন’ তথা বিপজ্জনক অঞ্চলে পৌঁছে যেতে পারে। ফেসবুক পোস্টে এ কথা জানিয়েছেন কনশেনস জাহাজে থাকা বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলম। 

শহিদুল আলম লেখেন, ‘আমরা বর্তমানে কনশেনস নামের জাহাজে রয়েছি, যা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের (এফএফসি) একটি অংশ। এর আগে ‘সুমুদ ফ্লোটিলা’ যা এফএফসি’রই একটি উদ্যোগ ছিল, তাদের সব জাহাজই ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আটক হয়েছে। তবুও আমরা এগিয়ে চলেছি। কনশেনস জাহাজের সদস্যদের অধিকাংশই সাংবাদিক ও চিকিৎসকÑ এই দুটি পেশাজীবী গোষ্ঠীকে ইসরায়েল বিশেষভাবে টার্গেট করে আসছে। এই যাত্রা সেই দুই পেশাজীবী গোষ্ঠীর পক্ষ থেকে একটি প্রতিবাদÑ যা ইসরায়েলের বেআইনি টার্গেট করে হত্যা ও গাজা অবরোধের অবৈধতাকে চ্যালেঞ্জ জানায়’।

শহিদুল আরও লিখেছেন, ‘আমরা নির্ধারিত সময়ের তুলনায় কিছুটা পিছিয়ে আছি। কারণ আমরা ‘থাউজ্যান্ড ম্যাডলিনস’ নামে ছোট ও ধীরগতির নৌযানগুলোকে পেছনে ফেলে যেতে চাইনি। এগুলোও এফএফসির অংশ। যদিও আমরা ‘সুমুদ ফ্লোটিলা’র তুলনায় অনেক দ্রুত এগিয়েছিÑ ওই বহরটি তীব্র বাতাস ও ঝড়ের কারণে একাধিকবার থেমে যেতে বাধ্য হয়েছিল। এখন ধীরগতির নৌযানগুলো আমাদের সঙ্গে মিলিত হয়েছে এবং আমরা বর্তমানে ‘রেড জোন’ থেকে প্রায় ৭০ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছি। এই অঞ্চলেই অতীতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবৈধভাবে পূর্ববর্তী ফ্লোটিলাগুলোকে আটক করেছিল’। 

শেষে শহিদুল আলম লেখেন, ‘আমরা আশা করছি, আগামীকাল সকালেই ‘রেড জোন’-এ পৌঁছে যাব।’ সুমুদ ফ্লোটিলার আগের জাহাজগুলো ইসরায়েলি বাহিনী যে সীমানা থেকে আটক করেছিল, ‘রেড জোন’ বলতে তিনি সে অংশটি বুঝিয়েছেন। 

এদিকে জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গাজাগামী সুমুদ ফ্লোটিল্লা নৌবহর থেকে আটক হওয়া মানবাধিকার কর্মীদের ১৩০ জনকে গতকাল মঙ্গলবার আলেনবি সেতু দিয়ে জর্ডানে পাঠিয়েছে ইসরায়েল। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই ফ্লোটিলা কর্মীদের মধ্যে বাহরাইন, তিউনিসিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কলম্বিয়া, চেক প্রজাতন্ত্র, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সার্বিয়া, দক্ষিণ আফ্রিকা, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের নাগরিক রয়েছে। 

সংবাদ সংস্থা পেট্রা জানিয়েছে, জর্ডানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সীমান্ত পারাপার নিশ্চিত করেছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। গত সপ্তাহে ইসরায়েলি সেনারা গাজায় ত্রাণ বহনকারী গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নৌবহরের ৪২টি নৌকা আটক করে ৪৫০ জনের বেশি কর্মীকে আটক করলে আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ে। এর আগে ইসরায়েল ইতালি ও তুরস্কে কয়েক ডজন ফ্লোটিলা কর্মীকে ফেরত পাঠিয়েছিল। এর আগে গত সোমবার ইসরায়েল ১৭১ জনকে ইউরোপের দুই দেশে পাঠায়। তারা আরেক দফায় ১৩০ জনকে জর্ডানে পাঠাল।

এর আগে ইসরায়েলি বাহিনীর হাতে আটক থাকার সময় অমানবিক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন ফ্লোটিলার মানবাধিকারকর্মীদের অনেকেই। সুইজারল্যান্ড ও স্পেনের কয়েকজন কর্মীর অভিযোগ, আটকাবস্থায় তারা অমানবিক পরিস্থিতিতে ছিলেন। গত সপ্তাহে আটক হওয়া নয়জন সুইস কর্মী দেশে ফেরার পর জানান, ইসরায়েলি বাহিনী তাদের ঘুমাতে দেয়নি, পর্যাপ্ত খাবার-পানি দেয়নি, এমনকি কেউ কেউ মারধরেরও শিকার হয়েছেন। 

গাজা অভিযানের গ্লোবাল সুমুদ ফ্লোটিলা মিশনে অংশ নেওয়া ২৩ জন মালয়েশীয় মানবাধিকারকর্মী গত সোমবার রাতে নিজ দেশে ফিরছেন। ইসরায়েল থেকে মুক্তির পর সুমুদ ফ্লোটিলার শতাধিক কর্মীর সঙ্গে সোমবার গ্রিসে পৌঁছেছেন সুইডিশ জলবায়ু আন্দোলনের নেত্রী গ্রেটা থুনবার্গ। তাদের বহনকারী বিশেষ প্রত্যাবাসন ফ্লাইটটি এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যেখানে শত শত উল্লসিত জনতা তাদের বরণ করে নেয়।