মাগুরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মলেন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. শামীম কবির। অনুষ্ঠানে বিভিন্ন বয়সি প্রবীণ ব্যক্তির পাশাপাশি উপস্থিত ছিলেন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের প্রতিনিধিরা।