ঢাকা বুধবার, ০৮ অক্টোবর, ২০২৫

আজ প্রথম ওয়ানডে

আফগানিস্তানের বিপক্ষে নতুন শুরু বাংলাদেশের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: অক্টোবর ৮, ২০২৫, ০৩:২৯ এএম

আবুধাবিতে আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের লড়াই। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুই দলের প্রথম ম্যাচটি শুরু হবে। ওয়ানডে সিরিজের আগে বেশ উজ্জীবিত বাংলাদেশ। কেননা, আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে তারা। এবার তাদের টার্গেট ওয়ানডে সিরিজ। এ সিরিজেও সাফল্যময় সময় কাটাতে চায় টাইগাররা। জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন মেহেদী হাসান মিরাজরা।

ওয়ান ক্রিকেটে আফগানিস্তানের চেয়ে পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ। এ পর্যন্ত দুই দল পরস্পরের বিপক্ষে ১৯টি ওয়ানডে ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ জিতেছে ১১টি ম্যাচে। আর আফগানিস্তানের জয়ের সংখ্যা ৮। তবে সর্বশেষ মুখোমুখিতে আফগানিস্তানের বিপক্ষে সুখস্মৃতি নেই বাংলাদেশের। গত বছর নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতের মাঠে অনুষ্ঠিত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আফগানদের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। ওই সিরিজ হারের পর ওয়ানডে ক্রিকেটে ভরাডুবি হয়েছে বাংলাদেশের। টানা একের পর এক ম্যাচ হেরে তুমুল সমালোচনার মুখে পড়েন টাইগাররা। সর্বশেষ গত জুলাইয়ে শ্রীলঙ্কা সফরেও ওয়ানডে সিরিজ হারে তারা।

তিন ম্যাচের সিরিজে একটি মাত্র জয় তাদের। সব হতাশা ভুলে আজ থেকে আফগানিস্তানের বিপক্ষে নতুন শুরু করতে চায় বাংলাদেশ। ২০২৭ ওয়ানডে বিশ^কাপে চোখ রেখেই দল গঠন করা হয়েছে। দলের নেতৃত্ব দিচ্ছেন তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তার সঙ্গে নাজমুল হোসেন শান্তও গুরুত্বপূর্ণ সদস্য। অন্যদিকে, উদ্বোধনী জুটি নিয়ে যে দীর্ঘদিনের সমস্যা ছিল, সেখানে আলো ফুটতে পারে। তানজিদ হাসান তামিমের সঙ্গে সাইফ হাসানকে উদ্বোধনী জুটিতে দেখা যেতে পারে। আজ বাংলাদেশ ওয়ানডে দলে অভিষেকের অপেক্ষায় টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ে নৈপুণ্য দেখানো সাইফ হাসান। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরেছেন উইকেটরক্ষক ও ব্যাটসম্যান নুরুল হাসান সোহান। তবে তাকে একাদশে জায়গা পেতে হলে লড়তে হবে তাওহিদ হৃদয়ের সঙ্গে। টি-টোয়েন্টি সিরিজে অসুস্থতার জন্য খেলেননি তাওহিদ। তা ছাড়া টি-টোয়েন্টি সিরিজে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন সোহান।

এই পারফরম্যান্সই তাকে ওয়ানডে একাদশে জায়গা করে দিতে পারে। মিডল অর্ডারে তাওহিদ ও সোহানের সঙ্গে লড়াইয়ে আছেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। অন্যদিকে বোলিং অ্যাটাকে তাসকিন আহমেদের সঙ্গে গুরুত্বপূর্ণ ‘অস্ত্র’ মোস্তাফিজুর রহমান। তবে স্পিনার হিসেবে রিশাদ হোসেন নাকি তানভীর হায়দারÑ একাদশে কে জায়গা পান, সেটিই দেখার বিষয়। গত সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসে ৫ উইকেট শিকার করে লাইমলাইটে আসেন তানভীর। অন্যদিকে, পরীক্ষিত বোলার রিশাদ।

অন্যদিকে, ওয়ানডে দলে বেশ কিছু পরিবর্তন নিয়ে খেলছে আফগানিস্তান। ফজলহক ফারুকি, গুলবাদিন ও নুর আহমেদ গত এশিয়া কাপে খেললেও এবার দলে নেই। হাসমতউল্লাহর নেতৃত্বে খেলবে আফগানরা। তাদের ব্যাটিংয়ের গুরুত্বপূর্ণ সদস্য রহমত শাহ, রহমতউল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ আতালরা। তবে ব্যাটে ও বলে নজর কাড়তে পারেন আজমতউল্লাহ জাজাই। রশিদ খান ও মোহাম্মদ নবিদের সমন্বয়ে তাদের বোলিং অ্যাটাক খুবই ভয়ংকর। নতুন মুখ বশির আহমেদ ও আব্দুল্লাহ আহমেদজাইও বোলিংয়ে তুরুপের তাস হতে পারেন। সব মিলিয়ে বাংলাদেশকে ভালো চ্যালেঞ্জ জানাতে পারে আফগানিস্তান দল। প্রত্যাশা করা হচ্ছে, দুই দলের মধ্যে খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হবে।