ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ও তার বান্ধবীকে আটকে রেখে মারধরের অভিযোগে বেসরকারি ছাত্রীনিবাস ‘স্বপ্ননিবাস হোস্টেল’-এর পরিচালক রাজিয়া বেগমকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল বুধবার তদন্ত কর্মকর্তার আবেদনে ঢাকার মহানগর হাকিম আবদুল ওয়াহাব এ আদেশ দেন।
আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম জানান, তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার এসআই শামসুজ্জোহা সরকার তাকে কারাগারে পাঠানোর আবেদন করেন। আসামির আইনজীবী জামিন আবেদন করেন। পরে বিচারক আজ বৃহস্পতিবার জামিন শুনানির দিন ধার্য করে রাজিয়াকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ঢাবি ছাত্রীকে মারধরের অভিযোগে গত মঙ্গলবার রাতে তেজগাঁও কলেজের পাশে ‘স্বপ্ননিবাস হোস্টেল’ থেকে পরিচালক রাজিয়া বেগমকে আটক করা হয়। তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা করেন ওই ছাত্রীর বান্ধবী তেজগাঁও কলেজের আরেক ছাত্রী।
ঢাবির শামসুন্নাহার হলের ওই আবাসিক শিক্ষার্থী স্বপ্ননিবাস হোস্টেলে গিয়েছিলেন তেজগাঁও কলেজ ছাত্রীর অতিথি হিসেবে। ঢাবির ওই শিক্ষার্থী বলেন, হল বন্ধ থাকায় আমি বান্ধবীর কাছে গেলে হোস্টেল পরিচালক আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। পরে আমি আমার ভাইকে জানালে তিনি যখন আমাকে আনতে যান, তখন গেট বন্ধ করে দিয়ে আমাকে মারধর করেন। পরে আমার ভাই পুলিশকে জানালে তারা আমাদের সেখান থেকে উদ্ধার করে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন