যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত থেকে ভারতে পাচারের সময় ৯টি (১ কেজি ৪৯ গ্রাম) স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল বুধবার দুপুরের দিকে তাকে পুটখালীর উত্তরপাড়া নামক স্থান থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনিরুজ্জামান পুটখালী উত্তরপাড়া গ্রামের কাদের আলী সর্দারের ছেলে। খুলনা-২১ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী বিওপির একটি টহল দল পুটখালী উত্তরপাড়ার পাকা রাস্তার থেকে ৯টি স্বর্ণের বারসহ মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে। উদ্ধার স্বর্ণের ওজন ১ কেজি ৪৯ গ্রাম। যার মূল্য ১ কোটি ৮০ লাখ ৫২ হাজার ২৪১ টাকা। স্বর্ণের বারগুলো ট্রেজারি অফিসে এবং আসামির বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন