ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

দিনাজপুরে বাস-ইজিবাইক মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৩:০১ এএম

দিনাজপুর সদর উপজেলায় বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের খোসালপুর এলাকায় গম ও ভুট্টা গবেষণা কেন্দ্রের সামনের অংশে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। আহত অন্তত চারজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়; দুপাশে আটকা পড়ে কয়েকশ যানবাহন।

নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছেথ চিরিরবন্দর উপজেলার মাঝিরা গ্রামের আব্দুস সালামের মেয়ে সাদিয়া বেগম (১৫) এবং দিনাজপুর সদর উপজেলার খানপুর কুতইর এলাকার ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫)। তারা নানি-নাতনি। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত হয়নি।

একতা অটো রাইস মিলের কর্মচারী বাবুল হোসেন জানান, বীরগঞ্জ থেকে দিনাজপুরগামী মিনিবাসটি খোসালপুর এলাকায় এসে নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে কান্তনগরমুখী একটি ইজিবাইক আসছিল। হঠাৎ বাসটি ইজিবাইককে ধাক্কা দিলে কয়েকজন যাত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর বাসটি সামনে এগিয়ে গিয়ে ছিটকে পড়া যাত্রীদের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। স্থানীয়রা ধাওয়া দিয়ে বাসটি আটক করেন।

ইজিবাইকের যাত্রী মকবুল হোসেন (৭৯) বলেন, ‘পরিবার নিয়ে কান্তনগর রাসমেলায় যাচ্ছিলাম। গম গবেষণা কেন্দ্রের অফিস পার হওয়ার পর হঠাৎ একটি বাস এলোমেলোভাবে এসে অটোতে ধাক্কা দেয়।’

দিনাজপুর হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান, ‘ঘটনাস্থলে এসে তিনজনের লাশ পাই। হাসপাতালে নেওয়ার পথে আরেকজনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। স্থানীয়রা বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। আমরা দ্রুত রাস্তা স্বাভাবিক করতে কাজ করছি।’

দিনাজপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমানও ঘটনাস্থলে তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, হাসপাতালে আরও একজন মারা গেছেন।