ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

নুডলস নিয়ে তর্ক হাতাহাতি-মারামারি

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ০২:৪৮ এএম

সব বয়সি মানুষের পছন্দের খাদ্য তালিকায় রয়েছে নুডলস। বলা হয়, নুডলস হচ্ছে ছোট্ট খিদের সমাধান! মজার ছলে বিশে^র কয়েকটি দেশে নুডলস নিয়ে হয় যুদ্ধ যুদ্ধ খেলা। কিন্তু নুডলস নিয়ে সত্যিকারের মারামারি করতে শুনেছেন কখনো, সেটাও আবার বড়দের মধ্যে। অবাক করা ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের একটি মেডিক্যাল কলেজে।

ঘটনার বিস্তারিত জানা যাক। মধ্যপ্রদেশের ভোপালে গান্ধী মেডিক্যাল কলেজের ক্যাম্পাসে রয়েছে নুডলসের দোকান। ডাক্তার ও শিক্ষার্থীদের দুটি দল দোকানে গিয়ে নুডলসের অর্ডার দেয়। কিন্তু গোলমাল বাধে আগে কোন দল নুডলস পাবে তা নিয়ে। প্রথমে তা নিয়ে শুরু হয়েছিল অল্পবিস্তর কথা-কাটাকাটি। সেই বচসা গড়ায় বেধড়ক মারামারিতে। লাঠি, লোহার রড, ব্যাট নিয়ে সংঘর্ষে জড়ান ডাক্তার ও শিক্ষার্থীরা। এমন ঘটনায় প্রশ্ন উঠেছে গোটা শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা ও নিয়মানুবর্তিতা নিয়ে।

এ ঘটনায় এক ডাক্তার আহত হয়ে আইসিইউতে ভর্তি হয়েছেন। এ ছাড়া বেশ কয়েকজন মেডিকেল শিক্ষার্থী হয়েছেন আহত। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত ৪ ডিসেম্বর গভীর রাতে এই ঘটনার সূত্রপাত। গান্ধী মেডিক্যাল কলেজ হোস্টেলের ডাক্তার-শিক্ষার্থীদের সঙ্গে অন্য শিক্ষার্থীদের টানাপড়েন চলছিল দীর্ঘ সময় ধরে। কর্তৃপক্ষ বলছে, নিজেদের দ্বন্দ্ব থেকেই মূলত সামান্য কারণে সংঘর্ষেও এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় যদিও ১৫ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে কলেজ প্রশাসন। এ ছাড়া বাকি দোষীদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

একটি অনুষ্ঠান থেকে ফিরছিলেন বেশ কয়েকজন এমবিবিএসের শিক্ষার্থী। মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ঢুকে একটি দোকানে নুডলস অর্ডার দেন তারা। সেখানে আরও একটি দল আগে ছিল। কে আগে নুডলস পাবে, তা নিয়ে কিছুক্ষণের মধ্যেই ২ দলের মধ্যে বচসা শুরু হয়। তারপরেই শুরু হয়ে যায় মারপিট। ওই রাতে গোটা কলেজ ক্যাম্পাস কার্যত রণক্ষেত্রে পরিণত হয়ে যায়।

এ ঘটনায় আতঙ্কিত গোটা মেডিক্যাল কলেজের পড়ুয়া ও কর্মীরা। ৪ ডিসেম্বর রাতে ওই মারপিটের পরেই ৫ ডিসেম্বর মিটিংয়ে বসে গান্ধী মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। হোস্টেল খালি করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জনকে সাসপেন্ড করা হয়েছে। গান্ধী মেডিক্যাল কলেজে গত কয়েক বছরে একাধিকবার শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কোনোবারই যে সেটা নুডলস নিয়ে নয়, তা এতক্ষণে নিশ্চয়ই বোঝা গেছে।