প্রকাশিত হয়েছে কথাসাহিত্যিক অলোক আচার্যের প্রথম উপন্যাস ‘চৈত্রের আকাশ নিঃসঙ্গ ছিল’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন।
উপন্যাসটির কাহিনি এক সাধারণ মধ্যবিত্ত জীবনকে কেন্দ্র করে, যেখানে প্রতিদিনের যাপিতজীবন নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে এগিয়ে চলে। লেখক জানান, এটি মূলত এমন একটি গল্প, যা আমাদের চারপাশের বাস্তবতাকে অনুধাবন করতে সাহায্য করবে।
সহজ, স্বাভাবিক জীবন যেমন- প্রতিনিয়ত নানা বিপদ ও বাধার সম্মুখীন হয় ঠিক তেমনই উপন্যাসের চরিত্রগুলোর জীবনও ধীরে ধীরে এগিয়ে চলে। গল্পে রয়েছে প্রেম, সংসারের উত্তাল স্রোত, একে অপরের প্রতি আকর্ষণ, দীর্ঘ প্রতীক্ষা, একাকিত্ব এবং স্বপ্নীল ফ্যান্টাসি। এসবের মিশেলই পাঠককে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাবে বলে বিশ্বাস রাখেন লেখক। বইটি বাজারে পাওয়া যাচ্ছে ৩০০ টাকা মুদ্রিত মূল্যে।
তবে, অনুপ্রাণন প্রকাশন ২৫% ছাড়ে বইটি বিক্রি করছে ২২৫ টাকায়। বইটি সংগ্রহ করা যাবে ঢাকা ও চট্টগ্রামের বিক্রয়কেন্দ্রগুলো থেকে। এ ছাড়া, দেশের অন্যান্য অঞ্চলে নির্বাচিত পরিবেশক মাধ্যমেও বইটি সংগ্রহ করা যাবে। অথবা যারা ঘরে বসেই বইটি কিনতে অনুপ্রাণন প্রকাশন’এর ফেসবুক পেজের মাধ্যমে অর্ডার করতে পারবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন