মুন্সীগঞ্জের সদর উপজেলার ইদ্রাকপুর এলাকায় মাকে হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু কারাদ- ও ২০ হাজার টাকা অর্থদ- দিয়েছেন আদালত। একই মামলায় বোনকে দা দিয়ে কোপানোর ঘটনায় ৫ বছর সশ্রম কারাদ- এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল ৩টায় মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক বেগম খালেদা ইয়াসমিন উর্মি এ রায় দেন। বিষয়টি আদালতের বেঞ্চ সহকারী মো. নজরুল ইসলাম নিশ্চিত করেছেন।
আদালতে জানা যায়, ৩২ বছর বয়সি দ-প্রাপ্ত আসামি জাহান শরীফ রতন, সদর উপজেলার মৃত ছাবেদ আলী সেখের ছেলে। মামলার এজাহারে উল্লেখ করা হয়, রতন মাদকাসক্ত ছিল এবং মাদকের টাকার জন্য সংসারে অশান্তি সৃষ্টি করত। ২০১৭ সালের ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টার দিকে মাদক কেনার জন্য তার মা জাহানার বেগমের কাছ থেকে টাকা চায়। টাকা না পেয়ে রতন ঘরে থাকা তরকারি কাটার বঁটি দিয়ে তার মাকে মাথায় কোপ দিয়ে জখম করে। মাকে বাঁচাতে গিয়ে আসা বোন মনি আক্তারকেও বঁটি দিয়ে কুপিয়ে আহত করে।
রায় প্রসঙ্গে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহা. নাসিম আখতার (সুমন) বলেন, ‘আদালত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে মাকে হত্যার দায়ে ছেলেকে আমৃত্যু কারাদ- দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’