ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

সোশ্যাল মিডিয়ায় দেশের ক্রীড়াবিদদের মধ্যে কে এগিয়ে?

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:১৪ পিএম
অনুসারীর সংখ্যার ভিত্তিতে শীর্ষ ১০ বাংলাদেশি ক্রীড়াবিদ। ছবি- সংগৃহীত

পেশাদার ক্রীড়াবিদদের ব্যক্তিগত জীবন এবং তাদের ভক্ত-সমর্থকদের কৌতূহল মেটানোর অন্যতম প্রধান মাধ্যম এখন সামাজিক যোগাযোগমাধ্যম। ফেসবুক, ইনস্টাগ্রাম, আর এক্স-এর মতো প্ল্যাটফর্মে অনুসারীর সংখ্যা একজন খেলোয়াড়ের জনপ্রিয়তার বিশালতা স্পষ্ট করে তোলে। 

বাংলাদেশের তারকা খেলোয়াড়রাও এই দিক থেকে পিছিয়ে নেই, অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়।

অনুসারীর সংখ্যার ভিত্তিতে শীর্ষ ১০ বাংলাদেশি ক্রীড়াবিদদের তালিকায় ক্রিকেটারদেরই একচ্ছত্র আধিপত্য দেখা যাচ্ছে।

সাকিব আল হাসানের অপ্রতিরোধ্য অবস্থান

শীর্ষস্থানটি অনুমিতভাবেই দখলে রেখেছেন একসময়ের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বর্তমানে দেশান্তরী।

জাতীয় দলের জার্সিতে তার ভবিষ্যৎ অনিশ্চিত হলেও, ৩৮ বছর বয়সী এই তারকার জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। ফেসবুক, ইনস্টাগ্রাম এবং এক্স মিলিয়ে তার মোট অনুসারী সংখ্যা ২ কোটি ৮ লাখ ৫৪ হাজার। 

যা তাকে অন্য সবার থেকে অনেক এগিয়ে রেখেছে।

মুশফিক ও তামিমের অবস্থান

সাকিবের চেয়ে প্রায় ৪৩ লাখ ৩৯ হাজার অনুসারী কম নিয়ে দ্বিতীয় স্থানে আছেন দেশের ক্রিকেটের 'মিস্টার ডিপেন্ডেবল' মুশফিকুর রহিম। তাকে অনুসরণ করেন ১ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ইন্টারনেট ব্যবহারকারী। 

তৃতীয় স্থানে আছেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল, যার অনুসারী সংখ্যা ১ কোটি ৪ লাখ ১ হাজার। এই তিনজন ছাড়া আর কোনো বাংলাদেশি খেলোয়াড়ের ফেসবুক, ইনস্টাগ্রাম ও এক্স-এ ১ কোটির বেশি স্বীকৃত অনুসারী নেই।

শীর্ষ দশে ক্রিকেটারদের দাপট

বাংলাদেশের ফুটবলে হামজা চৌধুরী, শমিত সোম, ফাহামিদুল ইসলামদের মতো প্রবাসী খেলোয়াড়দের আগমনের পর নতুন করে উন্মাদনা তৈরি হলেও জনপ্রিয়তার দৌড়ে ক্রিকেটাররা অনেক এগিয়ে। 

অনুসারীর দিক থেকে শীর্ষ দশের নয়জনই ক্রিকেটার। এই তালিকার একমাত্র ব্যতিক্রম বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া।

যিনি ৩২ লাখ ৮০ হাজার অনুসারী নিয়ে নবম স্থানে আছেন। ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব লেস্টার সিটিতে খেলা হামজা চৌধুরী, যাকে সম্প্রতি সাকিবের সঙ্গে তুলনা করা হয়েছিল, ২৩ লাখ ৫৬ হাজার অনুসারী নিয়ে আছেন ১৩ নম্বরে।

পঞ্চপাণ্ডবের দাপট

শীর্ষ সাতের মধ্যে পাঁচজনই দেশের ক্রিকেটের একসময়ের 'পঞ্চপাণ্ডব' হিসেবে পরিচিত খেলোয়াড়েরা। সাকিব, মুশফিক, তামিম ছাড়াও এই তালিকায় রয়েছেন মাশরাফি বিন মুর্তজা (৯৮ লাখ ৯৭ হাজার)।

মোস্তাফিজুর রহমান (৯১ লাখ ২১ হাজার), তাসকিন আহমেদ (৮০ লাখ ৪ হাজার) এবং মাহমুদউল্লাহ (৬৫ লাখ ৫২ হাজার)। 

গত মার্চে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও মাহমুদউল্লাহর জনপ্রিয়তা এখনো চোখে পড়ার মতো।

জাতীয় দলে আসা-যাওয়ার মধ্যে থাকা সৌম্য সরকার ৩৬ লাখ ২৫ হাজার অনুসারী নিয়ে অষ্টম স্থানে আছেন। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩১ লাখ ৪০ হাজার অনুসারী নিয়ে দশম স্থানে রয়েছেন।

উল্লেখ্য, বেশিরভাগ শীর্ষ খেলোয়াড়ের ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজ ভেরিফায়েড হলেও তাদের এক্স অ্যাকাউন্টগুলোর অধিকাংশই ভেরিফায়েড নয়। এক্স অ্যাকাউন্টে ব্লু ব্যাজ না থাকলে তাদের অনুসারী সংখ্যা এই হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি।