পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে বাসার ছাদে আড্ডায় মত্ত ছিলেন স্বজনরা, সঙ্গে পরিবারও। তবে সবার অগোচরে কার্নিশে যায় নুসরাত জাহান (১৪)। হঠাৎ চিৎকারে হুঁশ ফেরে স্বজনদের। কিন্তু ততক্ষণে সব শেষ! ছাদ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এই ছাত্রী। তড়িঘড়ি করে হাসপাতালে নেওয়া হলেও মায়ের কোলে আর ফেরা হয়নি তার।
ঘটনাটি রাজধানীর মোহাম্মদপুর তাজমহল রোডের। গত ৪ জুলাই রাত সাড়ে ১০টার দিকে ঘটনার পর তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। কিন্তু ১০ দিন চিকিৎসাধীন থেকে অবশেষে না ফেরার দেশে পাড়ি জমাল নুসরাত।
নুসরাত সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরেরবন এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে। পরিবারটি বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের ৭/১১ নম্বর বাসায় বসবাস করছিল। দুই বোনের মধ্যে নুসরাত ছিল বড়। সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়।
নিহতের মা আমেনা বেগম জানান, ‘আমার মেয়ে স্থানীয় একটি স্কুলে অষ্টম শ্রেণিতে পড়ত। পরিবারে একটি ছোট অনুষ্ঠান চলছিল। আমরা সবাই ছাদে কথা বলছিলাম। হঠাৎ করে ও পা পিছলে নিচে পড়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পর আর বাঁচানো গেল না আমার মেয়েকে।’
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।’