ঢাকা বুধবার, ১৬ জুলাই, ২০২৫

‘ছাত্রলীগ’ থেকে ছাত্রদল সভাপতি, সংবাদ প্রকাশের পর বহিষ্কার

মুন্সিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০৮:৩৬ পিএম
আলভী মাহমুদ। ছবি- রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের রামপাল ডিগ্রি কলেজ শাখার ছাত্রদল সভাপতি আলভী মাহমুদকে দল থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল। তথ্য গোপন করে পদ নেওয়ার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা ছাত্রদলের দপ্তর বিভাগ।

সোমবার (১৪ জুলাই) জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাশেম ও সাধারণ সম্পাদক জাহিদুল রহমান জামালের নির্দেশে দপ্তর সম্পাদক মো. নিপু হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সুনির্দিষ্ট তথ্য গোপনের কারণে রামপাল ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আলভী মাহমুদকে প্রাথমিক সদস্য পদসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

এ ছাড়া জেলা ছাত্রদলের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে, ছাত্রদলের কোনো নেতাকর্মী যেন বহিষ্কৃত আলভী মাহমুদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক বজায় না রাখে।

এর আগে গত ১২ জুলাই শনিবার বিভিন্ন অনলাইন ও প্রিন্ট মিডিয়ায় ‘ছাত্রলীগ থেকে এখন ছাত্রদল সভাপতি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যা নিয়ে সংগঠনের ভেতর চাঞ্চল্য সৃষ্টি হয়।

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জেলা কমিটির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাদের ভাষ্য, এটি সময়োপযোগী এবং যৌক্তিক সিদ্ধান্ত। ভবিষ্যতে যেন ছাত্রলীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের সদস্যরা ছাত্রদলে অনুপ্রবেশ করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।