ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২৫, ০১:৩২ পিএম
৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। ছবি- সংগৃহীত

হারারে স্পোর্টস ক্লাবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে শুভ সূচনা করল দক্ষিণ আফ্রিকা। ম্যাচের বেশির ভাগ সময় নিয়ন্ত্রণে রেখেই জয় নিশ্চিত প্রোটিয়াদের।

সোমবার টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন। ইনিংসের শুরুতেই লুঙ্গি এনগিডির ভালো ফিল্ডিংয়ে মাত্র ১ রানে রানআউট হয়ে যান জিম্বাবুয়ের ওপেনার ওয়েসলি মাধেভেরে। 

এরপর ক্লাইভ মাডানডে ও ব্রায়ান বেনেট ৩১ রানের ধীরগতির জুটি গড়লেও ইনিংসে গতি আনতে ব্যর্থ হন। মাডানডে ৮ রান করে আউট হন পিটার নকাবায়োমজির বলে।

ব্রায়ান বেনেট ক্রিজে থিতু হয়েও পারনেনি বড় ইংনিংস খেলতে, ৩০ রান করে জর্জ লিন্ডের শিকার হন। ১১তম ওভারে ৫৫ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় স্বাগতিকরা। 

তবে অধিনায়ক সিকান্দার রাজা এবং অভিজ্ঞ রায়ান বার্লের পাল্টা আক্রমণে ৩৮ বলে গড়া তাদের ৬৬ রানের জুটিতে নির্ধিারিত ২০ ওভারে ১৪১ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে।

দক্ষিণ আফ্রিকার পক্ষে সবচেয়ে সফল ছিলেন জর্জ লিন্ডে ৩ ওভারে ১০ রানে ৩ উইকেট তুলে নেওয়া এই প্রোটিয়া বোলার।

জবাবে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই এলবিডব্লিউ হয়ে যান লুয়ান-ড্রে প্রিটোরিয়াস। পাওয়ারপ্লেতেই সাজঘরে ফেরেন রিজা হেন্ড্রিকস ও অধিনায়ক ডুসেন। পরপর উইকেট হারিয়ে পাওয়ার প্লেতে সংগ্রহ দাঁড়ায় ৬ ওভার শেষে ৩ উইকেটে ৩৮ রান।

এরপর ডেওয়াল্ড ব্রেভিস ও রুবিন হারম্যান ৩৭ বলে গড়েন ৭২ রানের ঝড়ো জুটি। ব্রেভিস খেলেন ১৭ বলে ৪১ রানের বিস্ফোরক ইনিংস। যেখানে ছিল ১টি চার ও ৫টি বিশাল ছয়। হারম্যানও করেন ৪৫ রান।

শেষদিকে করবিন বোশ ১৫ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন জর্জ লিন্ডের সঙ্গে। ১৫.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা।