ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মেধাবী শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর রহস্যজনক মৃত্যুর ঘটনা তদন্তে প্রশাসনের গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে।
গতকাল রোববার সকালে কলা অনুষদের ডিন ও ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এতদ্বারা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা-কর্মচারীদের জানানো যাচ্ছে যে, গত ১৭ জুলাই ২০২৫ তারিখ আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ছাত্র সাজিদ আব্দুল্লাহ মৃত্যুবরণ করে। তার মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের লক্ষ্যে প্রশাসন কর্তৃক গঠিত ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উক্ত বিষয়ে আপনার/আপনাদের কাছে কোনো তথ্য থাকলে আগামী ৭২ ঘণ্টার (২০ জুলাই সকাল ১০টা থেকে ২৩ জুলাই সকাল ১০টা) মধ্যে লিখিতভাবে উক্ত কমিটির আহ্বায়ক বরাবর অথবা নিম্নলিখিত হোয়াটসঅ্যাপ নম্বরে পৌঁছানোর জন্য আহ্বান জানানো যাচ্ছে। (০১৭১৫২১০০১২ ও ০১৭১৬০৫৩৫৯৬)
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলসংলগ্ন পুকুর থেকে সন্ধ্যা ৬টার দিকে সাজিদের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের নাক-মুখে রক্ত, কব্জি ও হাঁটুতে আঘাতের চিহ্ন দেখে শিক্ষার্থীরা দাবি করেছেনÑ এই মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক নয়। শিক্ষার্থীদের দাবির মুখে ইতিমধ্যে প্রশাসন পাঁচ সদস্যবিশিষ্ট একটি ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি গঠন করে।