বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। তিনি বলেন, বিমানটি পুরোনো নয়, প্রযুক্তি পুরোনো। গতকাল মঙ্গলবার দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে তিনি এ কথা বলেন।
বিমানবাহিনী প্রধান বলেন, প্রশ্ন উঠেছে পুরোনো বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি না। আসলে বিষয়টি হলোÑ একটি বিমানের লাইফটাইম থাকে ৩০ বছরের মতো। এই সময়ে আমরা যাদের থেকে বিমান ক্রয় করি তাদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়। সত্যি কথা হলো, বিমানটি পুরোনো নয়, প্রযুক্তি পুরোনো। আমরা বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতে কোনো কম্প্রোমাইজ করি না।
তিনি আরও বলেন, আহতরা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমানবাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে। হাসান মাহমুদ খান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের খবর লুকানোর কোনো সম্ভাবনা নেই। এ ছাড়া এ তথ্য কার কাছ থেকে লুকাব। কেন লুকাব। আমরা সবাই এ দেশের মানুষ। যখনই আমাদের কাছে ঘটনার আপডেট আসছে, তখনই আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে।
তিনি আরও বলেন, সামাজিক মাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।
এর আগে ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান। ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান সেনাপ্রধান, নৌপ্রধান, বিমানপ্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় পরিবার-স্বজনের কান্নায় ভারী হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে তৌকিরের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। জানাজা শেষে দুপুরেই তার মরদেহ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হয় দ্বিতীয় জানাজা।
এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গতকাল বিকেল পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন ১৬৫ জন।
আপনার মতামত লিখুন :