রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে। মঙ্গলবার (২২ জুলাই) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
বিশেষজ্ঞ দলের নেতৃত্বে রয়েছেন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চং সি জ্যাক। তিনি একজন অভিজ্ঞ বার্ন ও ট্রমা চিকিৎসক।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বুধবার (২৩ জুলাই) আরও তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক ঢাকায় এসে পৌঁছাবেন।
তারা হলেন, সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং ম লিম ইউ হান জোভান।
এই দলটি ঢাকায় এসে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট, সিএমএইচ এবং উত্তরার বিভিন্ন হাসপাতালে ভর্তি আহতদের চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণ ও পরামর্শ দেবেন। প্রয়োজনে তারা সরাসরি চিকিৎসা কার্যক্রমেও অংশ নিতে পারেন।
উত্তরা বিমান দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩২ জনের মৃত্যু এবং ১৬৫ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। বার্ন ইনস্টিটিউটসহ দেশের অন্তত ১০টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আহতরা। গুরুতর দগ্ধদের অনেকেই সংকটাপন্ন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন