বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) ফ্লাইট সেফটি অ্যান্ড রেগুলেশনের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মো. মনিরুল ইসলাম। তিনি গ্রুপ ক্যাপ্টেন মো. আহসান হাবীবের স্থলাভিষিক্ত হলেন। মো. আহসান হাবীবকে তার পদ থেকে সরিয়ে বাংলাদেশ বিমান বাহিনীতে ফিরিয়ে আনা হয়েছে। এ জন্য তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে বলে গত মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে।