নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি নেওয়া হয়েছিল। পরীক্ষা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় পৌঁছেছেন তিনি।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে গুলশান-২ এর ৭৯ নম্বর সড়কের ১ নম্বর বাসভবন ‘ফিরোজা’ থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
শারীরিক জটিলতার কারণে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী এই উদ্যোগ নেওয়া হয় বলে জানিয়েছেন তার চিকিৎসক ও দলের শীর্ষ নেতারা।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘শারীরিক নানা জটিলতা বিবেচনায় নিয়ে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী দ্রুত কিছু পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন হয়েছিল। সে কারণেই তাকে হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়।’
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার বলেন, ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেওয়া হয়। তার চিকিৎসাসংক্রান্ত বিষয়গুলো বিশেষজ্ঞ চিকিৎসক দলের তত্ত্বাবধানে সম্পন্ন হয়েছে।’