বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামী নির্বাচন দেরিতে হোক, আমরা সেটা চাই না। জামায়াত আশা করে, দেশে আগামী বছরের (২০২৬ সালের) প্রথম দিকে নির্বাচন হবে। তবে অতীতের বস্তাপচা নির্বাচন মেনে নেবে না জামায়াত। নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, পেশিশক্তি ও কালো টাকামুক্ত হতে হবে। বিগত দিনের মতো যেনতেন কোনো নির্বাচন জামায়াতে ইসলামী মানবে না। আমরা আর কাউকে আখের গোছাতে দেব না।
জনগণের সম্পদে কাউকে হাত দিতে দেওয়া হবে না।’ গতকাল বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজারে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ‘আমরা বিভেদের বাংলাদেশ চাই না। মানবিক ও সাম্যের বাংলাদেশ চাই। সেই বাংলাদেশ গড়তে দেশবাসীর ভালোবাসা চাই, সহযোগিতা চাই। তাদের পাশে চাই। আমরা কথা দিচ্ছি বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে যুবকদের দেশ গড়ার কারিগর বানাবো। দক্ষ মানবশক্তি তৈরি করব।’ তিনি বলেন, ‘জনগণকে ঠকিয়ে কোনো রাষ্ট্রনায়ক সফল হতে পারেনি। অন্যায়, জুলুম ও দুর্নীতি করলে চৌদ্দগুষ্টিসহ পালাতে হয়।’ জামায়াত আমির বলেন, ‘জামায়াতে ইসলামীর ১১ জন নেতা হাসতে হাসতে ফাঁসির কাষ্টে ঝুলেছেন। কিন্তু কেউ দেশ ছেড়ে পালিয়ে যাননি। আমরা স্বচ্ছতায় আবৃত ছিলাম, ভবিষ্যতেও থাকব।’ সমাবেশে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘অনেক নির্যাতন-নিপীড়নের পরও আমরা ৫ আগস্টের পরবর্তী সময়ে ঐক্যের ডাক দিয়েছিলাম।
আমরা দেশে স্থিতিশীলতা চাই। পতিত সরকারের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছিলেন গদি ছেড়ে দিলে দেশে একদিনে ৫ লাখ লোক মারা যাবে। কিন্তু জামায়াতে ইসলামীর ধৈর্যের কারণে কোথাও সে ধরনের পরিবেশ দেখিনি। আমরা ভিন্ন ধর্মের লোকদের নিরাপত্তা দিয়েছি, এখনো দিচ্ছি। অথচ বিগত সরকারের সময়ে ভিন্নধর্মের লোকজন সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে।’ তিনি বলেন, ‘আমাদের দেশের মাটির নিচে-ওপরে আল্লাহ তায়ালা সম্পদ দিয়েছেন। এত সম্পদ থাকার পরেও আমরা কেন স্বপ্নের বাংলাদেশ গড়তে পারিনি। আমাদের কেবল চারিত্রিক সম্পদের অভাব। এ কারণেও স্বপ্নের দেশ গড়া সম্ভব হয়নি। গত ৫২ বছরেও জনগণের দিকে কেউ ভালো করে ফিরে থাকায়নি। নিজেদের আখের গোছানো আর দলের শক্তি বৃদ্ধিতে মনোযোগী ছিলেন তারা। আগামী দিনে সেই দিন যাতে না আসে, সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।’
উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি আবুল কাশেম ও পৌর আমির কাজী জমির হোসাইনের পরিচালনায় সুধী সমাবেশে বিশেষ অথিতির বক্তব্য দেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট-৬ বিয়ানীবাজার-গোলাপগঞ্জ নির্বাচনি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা আমির মাওলানা হাবীবুর রহমান, মহানগর আমির ফখরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য দেন, গোলাপগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির জিন্নুর আহমদ চৌধুরী, পৌর শাখার ভারপ্রাপ্ত আমির রেহান আহমদ রায়হান, বিয়ানীবাজারের নায়েবে আমির মোস্তফা উদ্দিন ও আবুল খায়ের, সহকারী সেক্রেটারি রুকন উদ্দিন, আব্দুল হামিদ, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আহবাব হোসেন মুরাদ প্রমুখ।