ঢাকা বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

৪৯তম বিশেষ বিসিএসের সিলেবাস প্রকাশ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১২:০৫ এএম

৪৯তম বিসিএসের (বিশেষ) সিলেবাস প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গতকাল বুধবার পিএসসির ওয়েবসাইটে এ সিলেবাস প্রকাশ করা হয়েছে। বিশেষ এ বিসিএসে সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩ পদে নিয়োগ দেওয়া হবে।
প্রকাশিত সিলেবাস অনুযায়ী আবশ্যিক বিষয় (এমসিকিউ টাইপ) বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়াবলি, মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি মিলে মোট ১০০ নম্বরের প্রশ্ন থাকবে।
এগুলোর মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি ও আন্তর্জাতিক বিষয়াবলি চারটি বিষয়ে ২০ নম্বর করে ৮০ নম্বর এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তি ১০ নম্বর করে ২০ নম্বরের প্রশ্ন থাকবে। আর পদসংশ্লিষ্ট বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রকাশিত সিলেবাস পিএসসির ওয়েবসাইটে (এইচটিটিপিএস://বিপিএসসি.গভ.বিডি/) দেখা যাবে। 
গত ২২ জুলাই দুপুর ১২টা থেকে অনলাইনে ৪৯তম বিসিএসে অংশ নেওয়ার জন্য আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ২২ আগস্ট সন্ধ্যা ৬টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করতে পারবেন।