রংপুরের বদরগঞ্জে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে মারধর করে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় তার বাড়িঘরে হামলা করে ভাঙচুর চালিয়েছে সন্ত্রাসীরা। গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নাগেরহাটে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক নেতারা নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ভুক্তভোগী সাংবাদিকের নাম এম এ সালাম বিশ্বাস। আমার দেশ পত্রিকার বদরগঞ্জ উপজেলা প্রতিনিধি। আহত সালাম বিশ্বাস বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
স্থানীয়রা জানান, সাংবাদিক সালাম বিশ্বাস নাগেরহাটে চায়ের দোকানে চা খাচ্ছিল। এ সময় পেছন থেকে পাঁচ থেকে ছয়জন যুবক এসে অতর্কিতভাবে এলোপাতাড়ি মারপিট করে। স্থানীয়রা এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার মাথা ফেটে যাওয়ায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। এর আগে সাংবাদিক সালাম বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
হামলাকারী সন্ত্রাসীরা হলেনÑ নাগেরহাটের শাহিন, আরিফ, লিমন, রোস্তম, সেরাজুল ইসলাম, মুকুলসহ আরও সাত-আজজন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক সালাম জানান, একটি নিউজ করার জের ধরে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালিয়েছে। এর আগে তার বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনা জানতে পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগী অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন