ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

রাজশাহীতে ১২ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপদেষ্টা অসিফ মাহমুদ

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: আগস্ট ১০, ২০২৫, ০২:০৪ এএম

রাজশাহীতে কেন্দ্রীয় ঈদগাহ, হাট ভবন, ভূমি অফিস, স্কুলসহ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধিনে বাস্তবায়নাধীন ১২টি প্রকল্পের উদ্বোধন করেছেন উপদেষ্টা অসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গতকাল শনিবার সকাল ৯টায় রাজশাহী ও নাটোরে এক দিনের সরকারি সফরে আসেন তিনি। এ সময় রাজশাহীর সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে নাটোরের উদ্দেশে রওনা হন তিনি।

সফরসূচি অনুযায়ী উপদেষ্টা, যুব ও ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে রাজশাহী ও নাটোরে বাস্তবায়নাধীন নানা প্রকল্প উদ্বোধন ও পরিদর্শন করার কথা রয়েছে। এতে নাটোরে উপজেলা মিনি স্টেডিয়াম উদ্বোধন ও আলোচনা সভায় অংশগ্রহণসহ ভার্চুয়ালি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। পরে বিকেলে রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম পরিদর্শন শেষে ঢাকায় ফেরেন তিনি। রাজশাহীর সার্কিট হাউসে এসব প্রকল্পের উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা না বলে নাটোরের উদ্দেশে রওনা হন।