রাজধানীর মহাখালীতে রাওয়া ক্লাবের বিপরীতে ইউরেকা ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। প্রায় আধা ঘণ্টায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। গতকাল রোববার সন্ধ্যা ৭টা ১৮ মিনিটের দিকে আগুন লাগার পর ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে ১০টি ইউনিটের প্রচেষ্টায় সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই কয়েকটি গাড়িসহ গুরুত্বপূর্ণ মালামাল পুড়ে যায়।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রওনা হয়। তবে যানজটের কারণে ফায়ার সার্ভিসের গাড়িগুলো পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. শাহজাহান সিকদার বলেন, সন্ধ্যা ৭টা ১৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১০ ইউনিট কাজ শুরু করে। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে অগ্নিকা-ে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আগুন লাগার উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণও পরে জানানো হবে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন