রাজধানীর মহাখালীতে একটি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ হয়েছেন মীর হোসেন (৫৫)। রবিবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
দগ্ধ অবস্থায় রাত ৮টা ৫০ মিনিটে মীর হোসেনকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে সেখানে ভর্তি করা হয়। রাত ১০টার দিকে ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মীর হোসেনের শরীরের ৪৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন