ঢাকার ধামরাইয়ে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর বিষপান করে আত্মহত্যা করেছে স্বামী। গতকাল বুধবার সকালে উপজেলার কালামপুর এলাকায় এ ঘটনা ঘটে। সিয়াম (৪) নামে তাদের এক ছেলে রয়েছে। নিহতরা হলেন- পিংকি আক্তার (২২) ও তার সাবেক স্বামী বদর উদ্দিন (৩৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে পিংকি আক্তারের সঙ্গে বদর উদ্দিনের বিবাহবিচ্ছেদ হয়। বুধবার সকালে ছেলে সিয়ামকে দেখতে সাবেক স্ত্রীর বাড়িতে যান বদর উদ্দিন। এ সময় পিংকি আক্তার ছেলেকে দেখাতে রাজি হননি। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে বদর উদ্দিন ধারালো অস্ত্র দিয়ে পিংকিকে কুপিয়ে হত্যা করেন। পরে তিনি নিজেই বিষপান করে এবং অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বদর উদ্দিনকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পিংকি আক্তারের বাবা আনসার আলী বলেন, প্রায় ছয় মাস আগে মেয়ের তালাক হয়েছিল। ঘটনার সময় বাড়িতে কেউ ছিলেন না। সুযোগ বুঝে তার মেয়েকে কুপিয়ে হত্যা করেছে বদর উদ্দিন। তিনি এই হত্যাকা-ের সঠিক বিচার দাবি করেছেন।
ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীকে হত্যার পর স্বামী নিজেই বিষপান করে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে। নিহত স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন