বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ-সম্পাদক ও ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল বলেছেন, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের জনগণ মেনে নেবে না। রোডম্যাপ অনুযায়ী নির্বাচন হবে। গতকাল শনিবার বেলাবো উপজেলার আমলাব ইউনিয়নের পাহাড় উজিলাব বাজারে বৈষম্যবিহীন গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন কর্তৃক আয়োজিত পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের মানুষের আকাক্সক্ষা ও তাদের ভাগ্যের পরিবর্তন করতে চাই, ফ্যাসিস্ট হাসিনা সরকার এ দেশে গুম-খুনের রাজনীতি কায়েম করেছিল। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী হাসিনা, তারেক সিদ্দিকীসহ গুম-খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
নির্বাচন কমিশনার কর্তৃক ঘোষিত জাতীয় নির্বাচনের রোডম্যাপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, একটি স্বার্থান্বেষী কুচক্রী মহল নির্বাচন বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে। কাক্সিক্ষত নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র এ দেশের জনগণ মানবে না। এ সময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামীর সমৃদ্ধি ও শান্তির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থেকে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের সব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে এবং মানুষের পাশে থেকে তাদের ভাবনাকে মূল্যায়ন করে তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে হবে।
গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেনÑ স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য এস এম শাহজাহান, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি আলহাজ মাসুদ রানা, নরসিংদী জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন, বেলাব উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরদার জাকির হোসেন, বাজনাব ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন সাকের, বিন্নাবাইদ ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর মিয়া, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কয়েস মিয়া, বেলাব উপজেলা কৃষকদলের আহ্বায়ক সোহরাব হোসেন টিটু, বেলাব উপজেলা কৃষক দলের সদস্যসচিব মোস্তফা কামাল, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. জহিরুল হক সবুজ, বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. খোকন ভূঁইয়াসহ বেলাব উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।