মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৪৯ পিএম

অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে  কাজ করছে ডিএসসিসি

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৪৯ পিএম

অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে  কাজ করছে ডিএসসিসি

রাজধানীতে গতকাল সোমবার বজ্রসহ মুষলধারে বৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে। এ ছাড়া ওয়ার্ডভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিমও এ কাজে অংশগ্রহণ করে। গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড, ধানম-ি এলাকার জলাবদ্ধতা ইতিমধ্যে সমাধান হয়েছে। তবে পানি নির্গমনের আউটলেট অংশ এবং খাল-নদীর অংশের পানির লেভেল প্রায় একই হওয়ায় পানি নিষ্কাশনের ধীরগতিতে কিছু এলাকার পানি নামতে কয়েক ঘণ্টা সময় লাগে। 

ধলপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান:

ডিএসসিসি অঞ্চল-৫ আওতাধীন ৪৯নং ওয়ার্ডের ধলপুর এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনে চিরুণি অভিযান পরিচালনা করেছে। গত রোববার ডিএসসিসি  এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির যৌথভাবে আয়োজিত এই অভিযানে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ডিএসসিসির আওতাধীন আদর্শ উচ্চ বিদ্যালয়, ধলপুর ও সংলগ্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা অভিযানে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ, সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী অংশগ্রহণ করে। প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম বলেন, ‘প্রতিরোধমূলক অভ্যাসের শুরু হোক শৈশব থেকে। প্রতিটি শিক্ষার্থী যেন নিজের পরিবার ও প্রতিবেশীদের মধ্যে পরিচ্ছন্নতার সচেতনতা ছড়িয়ে দেয়।’ তিনি বিদ্যালয়ে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতার কাজে যুক্ত করার পরামর্শ দিয়ে বলেন, পরিচ্ছন্নতা যেন জীবনের অংশ হয়ে ওঠে। এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধ অভিযানে অংশগ্রহণের জন্য ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচিকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, প্রতিটি ওয়ার্ডে চিরুণি অভিযান পরিচালনা করা হবে।

ডেঙ্গু প্রতিরোধ অভিযানে ডিএসসিসির সচিব মুহাম্মদ শফিকুল ইসলাম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ড. নিশাত পারভীন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-০৫ মো. আবু আসলাম, ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার ডা. নূর-ই-নাজনীন ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!