রাজধানীর উত্তরা উত্তর স্টেশন থেকে ছেড়ে আসা মতিঝিলগামী মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে বিকল হয়ে পড়ে। ১৫ মিনিট পর ফের ট্রেনটি চলতে শুরু করে। কয়েক মিনিটের যান্ত্রিক ত্রুটির কারণে স্টেশনগুলোতে যাত্রীর চাপ বাড়লেও ট্রেন যথারীতি চলছে।
গতকাল শুক্রবার বেলা ৩টা ২৪ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের বিদ্যুতের সংযোগ ও শীতাতপনিয়ন্ত্রণের ব্যবস্থা স্বাভাবিক থাকলেও যাত্রীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং কয়েকজন নেমেও পড়ে।
বিকল হয়ে পড়া ট্রেনটির এক যাত্রী জানান, উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেনটি ফার্মগেট স্টেশনে এসে থেমে যায়। এ সময় যাত্রীদের শান্ত রাখতে ট্রেনের লাউড স্পিকারে কিছুক্ষণ পর পর বিভিন্ন ঘোষণা দেওয়া হয়। লাউড স্পিকারে বলা হয়, সম্মানিত যাত্রীদের প্রতি অনুরোধ, অনুগ্রহ করে ট্রেনে উঠতে ধাক্কাধাক্কি থেকে বিরত থাকুন এবং দরজা বন্ধের সময় কোনো বাধা সৃষ্টি করবেন না। এক ট্রেনে উঠতে না পারলে পরবর্তী ট্রেনের জন্য অপেক্ষা করুন। ১৫ মিনিট বন্ধ থাকার পর ৩টা ৩৯ মিনিটে ট্রেনটি ফের চালু হয়।
এ বিষয়ে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) একজন কর্মকর্তা জানান, বিকেলে যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেলের একটি কোচ ফার্মগেট স্টেশনে আটকে পড়ে। ১৫ মিনিট পরেই ট্রেন চলতে শুরু করে। কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল, এটা কারিগরি বিভাগের লোকজন বলতে পারবেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন