ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

চমেক হাসপাতালে এসি বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ১১:৪০ পিএম

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ছাদে এসি মেরামতের কাজ করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন শ্রমিক দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল সোমবার সকাল সাড়ে ১১টার দিকে হাসপাতালের ৩৩ নম্বর প্রসূতি ওয়ার্ডের ছাদে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিকের নাম শওকত ওসমান (২৮)। তিনি চট্টগ্রামের পতেঙ্গা এলাকার বিজয়নগরের বাসিন্দা। দগ্ধ অপর দুই শ্রমিক হলেনÑ মো. তানভীর ও মো. মেশকাত।

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গণপূর্ত বিভাগের ঠিকাদারের তিনজন এসি টেকনিশিয়ান হাসপাতালের সাততলায় কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ কক্ষে কাজ করছিলেন। একপর্যায়ে এসির কম্প্রেসর বিস্ফোরিত হলে তারা দগ্ধ হন। এ সময় তানভীর ছাদ থেকে নিচে পড়ে যান। বিস্ফোরণের কারণে প্রসূতি ওয়ার্ডের ছাদের অংশও ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো রোগী আহত হননি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, ‘গণপূর্ত বিভাগের ঠিকাদারের লোকজন এসির কাজ করার সময় এ বিস্ফোরণ ঘটে। এতে তিনজন গুরুতর দগ্ধ হন। পরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শওকত ওসমান মারা যান।’