জুলাই গণহত্যার প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলায় টানা তিন ধার্য তারিখে সাক্ষী হাজির করতে না পারা প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছে আসামি পক্ষের আইনজীবী। গতকাল মঙ্গলবার আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের দিন থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণে নতুন দিন ধার্য করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্যগ্রহণ হবে ১০ নভেম্বর। এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের সাক্ষ্যগ্রহণ হয়েছে ট্রাইব্যুনাল-১ এ।
এই মামলায় ৫ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়। সাক্ষ্য দেন দুজন। আসামিদের সর্বোচ্চ শাস্তিও দাবি করেন তারা। চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকরের আবেদন বিএনপির আইনজীবীর চতুর্দশ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকরের আবেদন বিএনপির আইনজীবীর পরে তাদের জেরা করেন পলাতক তিন আসামির পক্ষে স্টেট ডিফেন্স ও গ্রেপ্তার থাকা চঞ্চল চন্দ্র সরকারের আইনজীবী।

